ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতির বক্তব্য দেশে অস্থিরতা তৈরিতে উস্কানি

প্রকাশিত: ০৮:৩৪, ১৪ অক্টোবর ২০১৭

প্রধান বিচারপতির বক্তব্য দেশে অস্থিরতা তৈরিতে উস্কানি

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অস্ট্রেলিয়া যাওয়ার আগে সাংবাদিকদের কাছে যে বক্তব্য দিয়েছেন তা হতাশাজনক বলে মনে করেন আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা। তাদের মতে, এই বক্তব্যে দেশে অস্থিরতা তৈরিতে উস্কানি দেয়। শুক্রবার অস্ট্রেলিয়া যাওয়ার আগে বাস ভবনের ফটকে প্রধান বিচারপতি জানান, তিনি অসুস্থ নন, ক্ষমতাসীনদের সমালোচনায় ‘বিব্রত’। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারের একটি মহল ‘ভুল বোঝানোর কারণে’ প্রধানমন্ত্রী হয়ত তার ওপর ‘অভিমান’ করেছেন। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, ‘তিনি যাওয়ার আগে যে লিখিত বক্তব্য দিয়ে গেছেন, তাতে স্পষ্ট হয়েছে, তার এই বক্তব্য অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এটা হতাশাজনক বক্তব্য। তার এই বক্তব্য অস্থিরতা তৈরি করবে।’ সভাপতিম-লীর সদস্য আবদুল মতিন খসরু বলেন, ‘প্রধান বিচারপতির এই বক্তব্য হতাশাজনক।’ আইনবিষয়ক সম্পাদক এ্যাডভোকে শ ম রেজাউল করিম বলেন, ‘প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। সেখানে তিনি অসুস্থতার কথা বলেছেন। কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয়, তার আবেদনের পরিপ্রেক্ষিতে ছুটি মঞ্জুর করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রধান বিচারপতি যে অসুস্থ, তা প্রমাণিত হয়, তিনি আইসিডিডিআরবিতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তিনি তার লিখিত আবেদনেই বলেছেন, তিনি অসুস্থ। তার ছুটি চাওয়ার পেছনে আওয়ামী লীগ বা সরকারের কোন চাপ ছিল না।’ তিনি আরও বলেন, ‘প্রধান বিচারপতি পাবলিকলি এই বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীকে দোষারোপ করার মধ্য দিয়ে নিজেই শপথ ভঙ্গ করেছেন। প্রধান বিচারপতির বক্তব্য রাজনৈতিক নেতাদের মতো।
×