ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পঙ্গুত্বকে জয় করে প্রতিবন্ধী ইসমাইল স্বাবলম্বী

প্রকাশিত: ০৩:৫৫, ১৪ অক্টোবর ২০১৭

পঙ্গুত্বকে জয় করে প্রতিবন্ধী ইসমাইল স্বাবলম্বী

পীরগঞ্জ উপজেলার বোর্ডহাট বাজারে পঙ্গুত্বকে জয় করে প্রতিবন্ধী ইসমাইল স্বাবলম্বী হয়েছে। ২০০৪ সালে ভাগ্য পরিবর্তনের আশায় কাজের সন্ধানে ঢাকায় গিয়ে সড়ক দূর্ঘটনায় এক পা হারিয়ে পঙ্গু হয়ে ওয়েলডিং মেশিনের দোকানে অল্প বেতনে কাজ শুরু করেন। বোর্ডহাট বাদলোহালী গ্রামের খিলিপান দোকানি মোকশেদ আলীর পুত্র প্রতিবন্ধী ইসমাইল হোসেন বাবা মায়ের বোঝা না হয়ে নিজ প্রচেষ্টায় অর্থ উপার্জন করে স্বাবলম্বী হয়েছে। ওয়েলডিং মেশিনে ঝালায় করা, ভারি কাজ ও কঠোর পরিশ্রম করে কর্মচারী থেকে আজ তিনি দোকানের মালিক হয়েছেন। তার দোকানে বর্তমানে ৫ জন কর্মচারী রয়েছে। বর্তমানে তিনি প্রতিমাসে প্রায় ৫০ হাজার টাকা উপার্জন করেন। তার দোকানে ঝালাই কাজে আসা এনজিও কর্মী শামীম বলেন তিনি প্রতিবন্ধী হলেও কাজে অনেক দক্ষ মেরামত খরচ কম নেন। ইসমাইল হোসেন বলেন, তার দোকানে কাজের মান অনেক ভাল এবং বিভিন্ন মহলে তার কাজের সুনাম রয়েছে। ফলে দিন দিন তার দোকানে গ্রাহক বৃদ্ধি ও তার প্রতিষ্ঠান লাভজনক হয়ে উঠছে। সংবাদদাতা, পীরগঞ্জ ঠাকুরগাঁও থেকে
×