ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনাবিষয় ॥ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রকাশিত: ০৩:০৭, ১৪ অক্টোবর ২০১৭

অষ্টম শ্রেণির পড়াশোনাবিষয় ॥ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

চতুর্থ অধ্যায় প্রস্তুতি-২ বহুনির্বাচনী-৩০ ১। গ্রিক সমাধিসৌধ নির্মিত হয় কতসালে? (ক) ১৯১৫সালে (খ) ১৯২০সালে (গ) ১৯২৫সালে (ঘ) ১৯৩০সালে। ২। উত্তরা গণভবন ভ্রমণের মাধ্যমে আমরা- (র) ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায় (রর) জমিদার নরেন্দ্র নারায়ণ সম্পর্কে জানা যায় (ররর) বিভিন্ন অঞ্চলের অভিজাত শ্রেণির মানুষের জীবনযাত্রার সাথে পরিচিত হওয়া যায়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) রর (ঘ) র,রর ও ররর। নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ ইতিহাসবিদ হিসেবে মুনতাসির মামুন মনে করেন,ঔপনিবেশিক যুগের তৈরি প্রতœসম্পদ থেকে সে যুগের জীবনযাত্রা সম্পর্কে জানা যায়। ঢাকার বাহাদুর শাহ পার্ক ও প্রতœতত্ত্বের অংশ। ৩। প্রতœসম্পদ আমাদের পরিচয় করায় - (ক) জীবিকার সাথে (খ) শিক্ষার সাথে (গ) ইতিহাস ও ঐতিহ্যের সাথে (ঘ) খেলাধুলার সাথে । ৪। বাহাদুর শাহ পার্কের নামের সাথে সম্পর্ক খুঁজে পাওয়া যায়- (র) আন্টাঘর ময়দান (রর) নওয়াব আব্দুল লতিফ (ররর) রানী ভিক্টোরিয়া পার্ক। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ৫। কোন জমিদাররা ময়মনসিংহ অঞ্চলে ছিলেন ? (ক) মুক্তাগাছার জমিদাররা (খ) ভাওয়ালের জমিদাররা (গ) তাজহাটের জমিদাররা (ঘ) ভবানীপুরের জমিদাররা। ৬। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান বলতে কোনটিকে বোঝায় ? (ক) কুমিল্লা শহর (খ) কুষ্টিয়ার শিলাইদহ (গ) গোপালগঞ্জ (ঘ) বাগেরহাট । ৭। মানিকগঞ্জের সাটুরিয়ায় কোন জমিদারের বাড়ি ? (ক) রোজ গার্ডেন (খ) লাল কুঠির (গ) শশীলজ (ঘ) বালিয়াটির জমিদার বাড়ি। ৮। জাদুঘরে কোন শ্রেণির মানুষের জীবন যাত্রার পরিচয় পাওয়া যায় ? (ক) মধ্যবিত্ত (খ) দরিদ্র (গ) শিক্ষিত (ঘ) অভিজাত। ৯। বলদার জমিদারের নাম কী? (ক) রাজেন্দ্র রায় চৌধুরী (খ) অতুল নারায়ণ রায় চৌধুরী (গ) নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী (ঘ) শিব নারায়ণ রায় চৌধুরী । ১০। আহসান মঞ্জিল ও কার্জন হলের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক হলো- (র) দুটিই ঢাকায় অবস্থিত (রর) দুটিই অফিসিয়াল কাজে ব্যবহৃত হয় (ররর) দুটিই ইংরেজ আমলে নির্মিত। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । ১১। মোঘল যুগে কীসের জন্য সোনারগাঁয়ের অনেক খ্যাতি ছিল ? (ক) মসলিন শাড়ির জন্য (খ) পান-সুপারির জন্য (গ) শিল্পপ্রতিষ্ঠানের জন্য (ঘ) মাছের জন্য। ১২। আহসান মঞ্জিলের সংগ্রহশালায় রয়েছে - (র) নবাবদের পোশাক, খাট, পালং, চেয়ার (রর) অলংকার ও মূল্যবান আলোকচিত্র (ররর) মুক্তিযুদ্ধের তথ্য। নিচের কোনটি সঠিক (ক) রও রর (খ) ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর ১৩। ঔপনিবেশিক যুগে ঢাকা শহরে নির্মিত ইমারত হলো- (র) জনতা ব্যাংক ভবন (রর) চিনি টিকরি মসজিদ (ররর) আর্মেনিয়ান গির্জা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। কার্জন হল ভবনটি কোন আমলে নির্মিত হয়েছে ? (ক) পাল আমলে (খ) সেন আমলে (গ) মোঘল আমলে (ঘ) ইংরেজ আমলে। ১৫। আহসান মঞ্জিল কাদের প্রাসাদ নামে পরিচিত ? (ক) ঢাকার নবাবদের (খ) সৈনিকদের (গ) ঢাকার নায়েবদের (ঘ) বণিকদের । উত্তর- ১(ক), ২(খ), ৩(গ), ৪(ঘ), ৫(ক), ৬(খ), ৭(ক), ৮(ঘ), ৯(গ), ১০(গ), ১১(ক), ১২(ক), ১৩(গ), ১৪(ঘ), ১৫(ক)।
×