ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৪৩, ১৩ অক্টোবর ২০১৭

উবাচ

মেসির মতো! স্টাফ রিপোর্টার ॥ লিওনেল মেসি বিশে^র ফুটবল জাদুকর। কিটোয় মেসির হ্যাটট্রিকের পর নিশ্চয়ই সবাই ভাবছেন তিনি সেরা ছিলেন সেরাই থাকবেন। কোন প্রতিবন্ধকতাই তার কাছে বাধা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু তাই বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বাংলাদেশের রাজনীতিতে গুলাবেন। এও কি সম্ভব! কিন্তু বাস্তবে মেসির সঙ্গে সরকারকে তুলনা করেছেন তিনি। মির্জা আলমগীর সাহেব বলেন, ক্যারিক্যাচার, কারুকার্য- ফুটবল খেলায় দেখেন তো আপনারা। সেখানে সেন্টার ফরোয়ার্ড সেই মেসির মতো, ড্রিবলিং করে বলকে কাটিয়ে কাটিয়ে নিয়ে যায়, এরা হচ্ছে সেই ড্রিবলিং করে করে বল নিয়ে খালি মাঠে গোল দিতে চাচ্ছে। বিএনপি মহাসচিব সম্ভবত ভুলেই বসে আছেন এমএ আজিজ কমিশনের কথা। অন্তত এখন তো আজিজ মার্কা কেউ নেই। তাহলে এত ভয় কেন? নাকি মেসির সঙ্গে খেলায় নামার মতো নেইমার হতে পারেননি তিনি। পুষ্টিহীন বিএনপি! স্টাফ রিপোর্টার ॥ কোন এক সময়ে দেশে রাতকানা রোগের প্রকোপ ছিল। তখন সকাল বিকেল টিভি রেডিওতে নানান ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান হতো। এখন আর তেমন প্রচার নেই। কারণ এমনিতেই মানুষ এসব এখন জেনে গেছে। কিন্তু পুষ্টিহীনতা ভর করেছে একটি রাজনৈতিক দলের নেতাদের। আর সেটা টের পেয়ে খোদ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেতারা চোখে দেখেন না। উনাদের পুষ্টির সমস্যা আছে, তাই পুষ্টি দিতে হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাব দিতে গিয়ে নাসিম বলেন, জাতিসংঘে দাঁড়িয়ে শেখ হাসিনা অত্যন্ত জোরালো কণ্ঠে বললেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রীর বলার কারণে দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ইউরোপ, আমেরিকা, কানাডা সবাই সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী জোরালো পদক্ষেপ নিয়েছেন বলেই জাতিসংঘ এগিয়ে এসেছে। কিন্তু বিএনপি নেতারা এটা চোখে দেখেন না। উনাদের পুষ্টির সমস্যা আছে, পুষ্টি দিতে হবে। আল্লাহতায়ালা না স্টাফ রিপোর্টার ॥ কি হবে আগামী নির্বাচনের ভবিষ্যত? বিএনপি কী আসবে নাকি এবারও বিএনপিকে ছাড়াই নির্বাচন হয়ে যাবে। এসব প্রশ্নের এখনই উত্তর দেয়াতো কঠিন। কারণ কে জানে কি আছে বিএনপির মনে। নির্বাচনে বিএনপি আসলে কি হবে আর না আসলেই বা কি হবে তা নিয়ে মধ্যরাতের টেলিভিশন ঝড় তোলে। সঙ্গত কারণে সবখানের বাতাসে একই প্রশ্ন। নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় পার্টিপ্রধান এইচএম এরশাদের আলোচনা শেষে সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন, বিএনপি কি নির্বাচনে আসবে। এরশাদ উত্তর দিয়েছেন আমি কি করে বলব আমিতো আল্লাহতায়ালা নই। আবার প্রশ্ন আপনি কি মনে করেন বিএনপি না এলে কী এই নির্বাচন গ্রহণযোগ্য হবে একই উত্তর দিলেন, আমিতো আল্লাহতায়ালা নই আমি কি করে এটা বলব। সাংবাদিকরা প্রশ্ন ঘুরালেন না বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল....এরশাদ বললেন বিএনপি বড় রাজনৈতিক দল কিভাবে। বড় রাজনৈতিক দলতো আমরাও হতে পারি। তিনি এ সময় আরও মন্তব্য করেন দুঃখজনক হলেও সত্য বিএনপি যেহেতু সংসদে নেই তাই বিএনপি নির্বাচনকালীন সরকারে থাকছে না। এটাই নিয়ম।
×