ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে ঠেকালেন ইউএনও

ব্যতিক্রমী নৌকাবাইচ

প্রকাশিত: ০৪:৪১, ১৩ অক্টোবর ২০১৭

ব্যতিক্রমী নৌকাবাইচ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে এবার দীঘিতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী ষাটগম্বুজ সংলগ্ন ঘোড়াদীঘিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ব্যতিক্রমধর্মী এক নৗকা বাইচ অনুষ্ঠিত হয়। বাইচে মোট ১৪টি নৌকা অংশ নেয়। প্রতি নৌকায় বেঠা ছিল মাত্র পাঁচটি। মাঝিও পাঁচজন। আর আকর্ষণীয় এ বাইচ দেখতে ঘোড়াদীঘির চারপাশে ছিল উপচে পড়া ভিড়। বাগেরহাট জেলাকে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করতে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়াদীঘিতে বাইচের আয়োজন করা হয়। নৌকা বাইচের আগে পর্যটন দিবসের গুরুত্ব সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাল্যবিয়ে ঠেকালেন ইউএনও স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বাল্যবিয়ে নিরোধ দিবসে বাল্যবিয়ে ঠেকালেন লৌহজং ইউএনও মোঃ মনির হোসেন। বৃহস্পতিবার উপজেলার কনকসার ইউনিয়নের বেদে পল্লীতে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনির হোসেন জানান, কনকসারের বেদে পল্লীতে ১৪ বছর বয়সী এক বেদে কন্যার বিয়ের আয়োজন চলছিল। মেয়েটি (১৪), তার পিতার নাম হাফিজ খান। সে কনকসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। খবর পেয়ে সেখানে প্রশাসন থেকে লোক পাঠায় ও মেয়ের বাবা-মাকে ডেকে আনি। পরে তারা বাল্যবিয়ে দিবে না মর্মে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।
×