ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় নলকূপ বরাদ্দের নামে প্রতারণা

প্রকাশিত: ০৪:৩২, ১৩ অক্টোবর ২০১৭

পটিয়ায় নলকূপ বরাদ্দের নামে প্রতারণা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১২ অক্টোবর ॥ পটিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীনে গভীর নলকূপ বরাদ্দের নামে একটি প্রতারকচক্র হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা বাদল দত্তের পুত্র অভি দত্তের কাছ থেকে ‘বিকাশ’ নাম্বারের মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে অভি পটিয়া থানায় একটি অভিযোগ করেছেন। দীর্ঘদিন ধরে একটি প্রতারকচক্র উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে এলাকার লোকজন থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। অভিযোগ উঠেছে, প্রতারকচক্রের সঙ্গে অফিসের কর্মকর্তা কিংবা পিয়ন জড়িত থাকতে পারে। যার কারণে প্রতারকরা আবেদনকারীর নাম, ঠিকানা এমনকি মোবাইল নাম্বার পর্যন্ত সংগ্রহ করে সুনির্দিষ্ট তথ্য প্রদান করে থাকেন। জানা গেছে, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের অধীনে পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে গভীর নলকূপ স্থাপনের প্রক্রিয়া চলছে। বেশকিছু দিন ধরে উপজেলার ১৭ ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আবেদন সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান ও ইউপি মেম্বারদের সুপারিশক্রমে এ আবেদন জমা নেয়া হচ্ছে। নলকূপের জন্য এ পর্যন্ত পাঁচ শতাধিকেরও বেশি আবেদন জমা পড়েছে। উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিতেন কান্তি গুহ’র বাড়ির অভি দত্ত নামের এক যুবক গভীর একটি নলকূপ পাওয়ার আবেদন করেন। বুধবার রাতে আওয়ামী লীগ নেতা জিতেন গুহ অভিকে ফোনে জানান, তার নলকূপটির অনুমোদন হয়েছে। সেজন্য সকালে টাকা জমা দিতে হবে। জাহাঙ্গীর নামে এক ব্যক্তি জনস্বাস্থ্য প্রকৌশলীর ইঞ্জিনিয়ার দাবি করে (০১৮২৮৯৫৬৩৬৭) অভিকে ফোন করে। পরে ওই ব্যক্তি ০১৮৬২-৯৩৭১৬২ নাম্বারে ১০ হাজার টাকা ‘বিকাশ’ করতে বললে অভি টাকা পাঠান। এক পর্যায়ে ওই ব্যক্তির ফোন বন্ধ করে দেন। পটিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর থেকে নলকূপ বরাদ্দ হলে সরকারীভাবে যে টাকা দিতে হয় তা ব্যাংক ড্রাফের মাধ্যমে দিতে হয়। এখানে বিকাশ নাম্বারের মাধ্যমে কিংবা নগদ টাকা নেয়ার সুযোগ নেই। তবে অফিস থেকে প্রতারক চক্রের কাছে কিভাবে তথ্য পাচার হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। প্রতারকের সঙ্গে অফিসের কেউ জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে এবং নলকূপ বরাদ্দের ক্ষেত্রে কাউকে নগদ অর্থ প্রদান না করতে অনুরোধ জানান।
×