ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জবি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

প্রকাশিত: ০৮:৪১, ১২ অক্টোবর ২০১৭

জবি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

জবি সংবাদদাতা ॥ একাধিক সভাসমাবেশ করার পর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এ্যালামনাই এ্যাসোসিয়েশন। এই সংগঠনে এমপি নজরুল ইসলাম বাবুকে আহ্বায়ক এবং জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানকে প্রধান পৃষ্ঠপোষক করে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামীতে নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তৎকালীন জগন্নাথ কলেজের ন্যূনতম একটি সনদ অর্জনকারী যে কোন ব্যক্তি এই সংগঠনের সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে জানা গেছে। এই বিষয়ে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে এমপি নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় এ্যাসোসিয়েশনের একটি চূড়ান্ত নীতিমালা প্রণয়নসহ ওই দিন থেকে সদস্য সংগ্রহের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এতে প্রথম সদস্য হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি) এবং দ্বিতীয় সদস্য হিসেবে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম তাদের নিজ নিজ নাম অন্তর্ভুক্ত করেছেন। এ ছাড়া সভায় জগন্নাথের সাবেক সকল ছাত্রছাত্রীদের একটি কমন প্লাটফর্মে আনার লক্ষ্যে ’১৮ সালের জানুয়ারি মাসের ২০ তারিখে একটি জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে।
×