ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

সিক্রেট সুপারস্টার ও কাশ্মীরী গার্ল জায়রা

প্রকাশিত: ০৬:২৭, ১২ অক্টোবর ২০১৭

সিক্রেট সুপারস্টার ও কাশ্মীরী গার্ল জায়রা

আমির খানের নতুন কোন সিনেমা মানেই দুর্দান্ত আলোড়ন। সব শ্রেণীর সব বয়সের দর্শক অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন তার অভিনীত নতুন সিনেমার জন্য। যে কারণে আমির খান অভিনীত নতুন কোন সিনেমা মুক্তির আগেই তার অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। তার অভিনীত প্রতিটি সিনেমা শত শত কোটি ব্যবসা করে অনায়াসেই। তার সমসাময়িক আরও দুই জনপ্রিয় তারকা অভিনেতা শাহরুখ খান এবং সালমান খান সেখানে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন, ফ্লপ ছবিতে অভিনয় করার গ্লানি তাদের কুড়ে কুড়ে খাচ্ছে সেখানে আমির খান তার সাফল্যের নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি ছিল দঙ্গল যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অসাধারণ সাফল্যের উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। যার সুবিধা আমির খান এখন বলিউডে সুপারস্টারদরও সুপারস্টার হিসেবে বিবেচিত হচ্ছেন। সামনেই দিওয়ালি উৎসব। প্রতিবছরই দিওয়ালি উৎসবে নামী-দামী জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের অভিনীত নতুন নতুন সিনেমা মুক্তি পায়। বড় বাজেটে বিরাট আয়োজনে নির্মিত সিনেমাগুলো দিওয়ালির আকর্ষণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। ‘দঙ্গল’ ছবিটি ইতোমধ্যে বক্স অফিসে আয় করেছে ২ হাজার কোটি রুপি। এবারে দিওয়ালি উৎসবে মুক্তি পাচ্ছে আমির খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটি। এ ছবির প্রয়োজকও আমির খান। বলিউডে নায়ক বলতে যা বোঝায় তেমন কোন চরিত্রে তাকে দেখা যায় এ ছবিতে। ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে আমির খান একটি অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন বটেও। এ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছে ষোড়শী অভিনেত্রী জায়রা ওয়াসিম। দর্শক তাকে এর আগে দঙ্গল ছবিতে গীতা ফোগাতের ছোটবেলাকার ভূমিকায় অভিনয় করতে দেখেছেন। ওই ছবিতে অভিনয়ের মাধ্যমে সবার বিশেষ মনোযোগ আকর্ষণের পাশাপাশি সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে জায়রা। জম্মু কাশ্মীরের শ্রীনগরে জন্ম তার। বাবা সেখানকার এক ব্যাংকে ম্যানেজার, মা গৃহিণী। এ বছর দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় শতকরা ৯২ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া জায়রা ‘দঙ্গল’ ছবিতে অভিনয়ের আগে শিশু মডেল হিসেবে কাজ করেছে কয়েকটি এ্যাডে। এবার সে ‘সিক্রেট সুপারস্টার’-এ একজন উঠতি কিশোরী গায়িকা। দর্শক ‘দঙ্গল’-এর সঙ্গে সিক্রেট সুপারস্টার ছবির মিল খুঁজতে যাবেন কিংবা দুই ছবির তুলনা করবেন এটাই স্বাভাবিক। আমির খান তার নতুন সিনেমা ‘সিক্রেট সুপারস্টারকে নানাভাবে এগিয়ে রাখছেন। এ ছবিকে ‘দঙ্গল’-এর চেয়েও বড় বলে অভিহিত করেছেন আমির খান। ‘সিক্রেট সুপারস্টার’ ছবির গল্প এক কিশোরী ইনসিয়াকে নিয়ে। সে বড় গায়িকা হতে চায়। বিখ্যাত হওয়ার স্বপ্নে বিভোর থাকে। কিন্তু রক্ষণশীল বাবা তা কোনভাবেই হতে দেবেন না। মেয়ে গান করুক এটা চান না বাবা। মেয়ের গানের চর্চা বন্ধ করতে তার গিটার ভেঙ্গে ফেলেন। মা মেয়ের প্রতি সহানুভূতিশীল। তিনি নানাভাবে প্রশ্রয় দেন ইনসিয়াকে। তার প্রতিভাকে জোর করে দমিয়ে রাখা অসম্ভব। একরোখা ইনসিয়া এরপর বোরকা ও নেকাব পরে গানের ভিডিও তৈরি করে ইউটিউবে প্রকাশ করতে থাকে। কেউ তার নাম জানতে পারে না। তার আসল চেহারাও দেখতে পায় না। কিন্তু অসাধারণ কণ্ঠের জাদুতে একদিন ইনসিয়া হয়ে ওঠে সুপারস্টার। আর তাকে তারকা হয়ে উঠতে সাহায্য করে শাঃ কুমার নামের এক সঙ্গীত পরিচালক। এই মানুষটির সহযোগিতায় কিশোরী ইনসিয়া তার স্বপ্ন পূরণের পথ ধরে এগিয়ে যায়। এমন এক গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’ পরিচালনা করেছেন নতুন পরিচালক অদ্বৈত চন্দন। আমির খান ছাড়া এ ছবিতে আর কোন চেনাজানা তারকা নেই। তার পরেও দর্শকদের অনেক আগ্রহ কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ‘সিক্রেট সুপারস্টার’। এ ছবিতে ষোড়শী অভিনেত্রী জায়রা ওয়াসিমের অভিনয়ে সন্তুষ্ট আমির খান। জসিম হয়ে তিনি বলেছেন, জায়রা আবারও সবার মন জয় করবে, দারুণ অভিনয় করেছে। সে সিক্রেট সুপারস্টারে। ভাল অভিনয়ের জন্য আলাদা মানদ- নেই বয়স্ক অভিনয় শিল্পীর বেলায় যেমন কম বয়সী অভিনেতা-অভিনেত্রীর বেলায়ও তাই। এবার ‘সিক্রেট সুপারস্টার’ দেখার পর দর্শকদের প্রতিক্রিয়া কেমন হবে ভাবতে গিয়ে শিহরণ অনুভব করছি। এবারও দর্শক আমার অভিনয়ে খুশি হবেন আশা করি।
×