ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শাহরিয়ার নাঈম শাইখ

ক ইউনিটের জন্য বিশেষ পরামর্শ

প্রকাশিত: ০৫:৪৪, ১২ অক্টোবর ২০১৭

ক ইউনিটের জন্য বিশেষ পরামর্শ

আগামীকাল ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরীক্ষা। তারমানে হাতে সময় আছে আজকের দিনটি। এসময় সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে পুরোনো বিষয়গুলো যেগুলো তোমরা আগেই পড়েছ সেগুলো রিভিশন দেয়া।নতুন কিছু পড়ার সময় এখন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে বিগত বছরের প্রশ্নের অনুরূপ কিছু প্রশ্ন পুনরাবৃত্তি হওয়া। সবচেয়ে ভাল হয় বিগত ১০ বছরের প্রশ্ন আগের দিন একবার হলেও চোখ বুলিয়ে যাওয়া। এর সাথে বইয়ের সমস্ত সূত্রগুলো মুখস্থ করে ফেলতে হবে। পরীক্ষার আগের এই সময়ে রাত জেগে না পড়াটাই ভাল। এতে তোমাদের অসুস্থ হবার সম্ভাবনা থাকে। আর হ্যা, পরীক্ষায় যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না সেহেতু জটিল ক্যালকুলেশনের অঙ্কগুলো নিশ্চিন্তে বাদ দিতে পারো। পরীক্ষা ১.৩০ ঘণ্টার সুতরাং মাথা ঠান্ডা রাখার যথেষ্ট সুযোগ থাকবে। যে বিষয়টা ভাল পারবে সেটার উত্তর আগে দেয়াটাই বুদ্ধিমানের কাজ। তবে আমার মতে রসায়ন, জীববিজ্ঞান/ইংরেজী/বাংলা এই বিষয়গুলার উত্তর আগে দেয়াই ভাল। পরিশেষে সবার জন্য শুভকামনা। টিএসসি,কার্জন,হাকিম চত্ত্বরের আড্ডার অপেক্ষায় থাকলাম।
×