ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউনিলিভারের বিরুদ্ধে বর্ণবাদী বিজ্ঞাপন প্রচারের অভিযোগ

প্রকাশিত: ০৫:২৯, ১১ অক্টোবর ২০১৭

ইউনিলিভারের বিরুদ্ধে বর্ণবাদী বিজ্ঞাপন প্রচারের অভিযোগ

বিশ্বব্যাপী জনপ্রিয় প্রসাধনী ইউনিলিভারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছে সমালোচকরা। প্রতিষ্ঠানটির ডাভ ব্র্যান্ডের তরল সাবানের একটি বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করায় এ তোপের মুখে পড়ে তারা। ঘটনার পর তাদের সামাজিক মাধ্যমগুলোতে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে ইউনিলিভারের সাবান ডাভের ফসবুক পাতায় একটি তরল সাবানের বিজ্ঞাপনকে ঘিরে এই বর্ণবাদ বিতর্ক শুরু হয়। বিজ্ঞাপনটিতে দেখা যায় একটি ভিডিও ক্লিপে তিনটি ছবি ধারাবাহিকভাবে ব্যবহার করা হয়েছে। প্রথম ছবিটিতে একজন কৃষ্ণাঙ্গ নারী তার পরনের গাঢ় বর্ণের টি-শার্ট খুলে ফেলছেন আর তার ভেতর থেকে সাদা টি-শার্ট পরা একজন শ্বেতাঙ্গ নারী বেরিয়ে আসছে। পরের ছবিতে শ্বেতাঙ্গ নারীটি তার শার্ট খুলে ফেলছেন আর তা থেকে মাঝামাঝি রঙের টি-শার্ট পরা একটি ভারতীয় নারী বেরিয়ে আসছেন। প্রত্যেকটি ছবিতেই নারীদের গায়ের রঙের সঙ্গে তাদের ব্যবহৃত টি-শার্টের সাদৃশ্য রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×