ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাভারে আগুন আতঙ্কে ৫০ পোশাক শ্রমিক আহত

প্রকাশিত: ০৫:০৫, ১১ অক্টোবর ২০১৭

সাভারে আগুন আতঙ্কে ৫০ পোশাক শ্রমিক আহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ অক্টোবর ॥ সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৫০ শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সাভারের ল্যাব জোন লিমিটেড, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহতাবস্থায় কয়েক শ্রমিককে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাভারের কাঠগড়া আমতলা এলাকায় অবস্থিত আজমত গ্রুপের ‘জেড থ্রি কম্পোজিট ওয়্যার লিমিটেড’ নামক কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আহত শ্রমিকদের মধ্যে কয়েকজন হলো- তানজিলা, নিলুফার, প্রিন্স, শিখা, ময়না ও আহাদ। জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালে কারখানায় প্রবেশ করে কাজ করছিলেন শ্রমিকরা। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ৫ তলা থেকে ফায়ার এ্যালার্ম বেজে উঠে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। আহত শ্রমিকদের মধ্যে কয়েকজন জানান, কারখানায় আগুন নেভানোর মহড়া দিয়ে আমাদের আগে থেকে মাইকিং করে জানিয়ে দেয়। কিন্তু আজকে কোন মাইকিং ছাড়াই ফায়ার এ্যালার্ম বেজে উঠে। তাই আগুন আতঙ্কে আমরা দ্রুত নামতে গিয়ে গুরুতর আহত হই। তবে আহতাবস্থায় তারা কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করলে কর্তৃপক্ষ কারখানার মূলফটক আটকে দেয়। ময়না নামে এক শ্রমিক অভিযোগ করেন যে, সে ও তার বোন একসঙ্গে কাজ করে। সে ৪ মাসের অন্তঃসত্ত্বা। তাড়াহুড়ো করে নামতে গিয়ে পেটে প্রচন্ড চাপ লেগেছে। ডাক্তার বলেছেন, গাইনি বিশেষজ্ঞ দেখানোর জন্য। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শুধু প্রাথমিক চিকিৎসা দিয়েছে। কারখানাটির এডমিন কর্মকর্তা নাদিম হোসেন বলেন, তাদের কারখানায় দেড় সহস্রাধিক শ্রমিক কাজ করে। আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গেলে কিছু শ্রমিক পড়ে গিয়ে আহত হয়।
×