ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় যৌতুকের বলি গৃহবধূ

প্রকাশিত: ০৫:৪১, ৯ অক্টোবর ২০১৭

সাতক্ষীরায় যৌতুকের বলি গৃহবধূ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে না পারায় স্ত্রীকে নির্যাতনের পর একমাত্র শিশুপুত্রের সামনে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের পারকুকরালিতে এ ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মৃতের স্বামীকে গ্রেফতার করেছে। নিহতের নাম জুলেখা খাতুন (২৭)। সে সাতক্ষীরা শহরের পারকুকরালির ট্রাকচালক আব্দুর রাজ্জাকের স্ত্রী। আটক রাজ্জাকের বাবার নাম অজিয়ার রহমান। নিহতের বাবা মাছ ব্যবসায়ী কওছার আলী দফাদার জানান, ২০০৯ সালে তার মেয়ে জুলেখার সঙ্গে সাতক্ষীরা শহরের পারকুকরালির ট্রাকচালক আবদুর রাজ্জাকের বিয়ে হয়। তাদের একমাত্র ছেলে রাজ পারকুকরালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। যৌতুকের জন্য রাজ্জাক বিভিন্ন সময়ে জুলেখাকে মারপিট করত। এ পর্যন্ত কয়েক দফায় তাকে ৬০ হাজার টাকা যৌতুক দেয়া হয়েছে। শিশু রাজ জানায়, তার বড় চাচা ফারুক হোসেন শনিবার সকালে তার বাবা আব্দুর রাজ্জাক, দাদি ও ফুপু, চাচা সবাই মিলে তার মাকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলে। মা যেতে অপারগতা প্রকাশ করায় তার মাকে দুপুরে মারপিট করা হয়। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে শনিবার রাত ১০টার দিকে সাউন্ডবক্স জোর করে বাজিয়ে তার মা জুলেখাকে ঘরের মধ্যে লাঠি দিয়ে পেটানো হয়। মাকে মারতে বাধা দেয়ায় তাকেও ধাক্কা মেরে ফেলে দেয়া হয়। একপর্যায়ে ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় মাকে। এরপর সকলে বাবাকে প্রতিবেশীরা আটক করে নানার বাড়িতে খবর দেয়। নওগাঁয় ইউপি সদস্য খুন নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, নওগাঁর পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আতিফর রহমান (৫০) দুষ্কৃতকারীর হাতে খুন হয়েছেন। আহত হয়েছে তার ছেলে মেহেদী হাসান (২৩)। ঘটনায় জড়িত থাকার দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার দিঘা বিশইল গ্রামের গোলাজের ছেলে মজিবর ও পতœীতলা উপজেলার মাটিন্দর নয়াপাড়া গ্রামের মৃত হাফিজদ্দিনের ছেলে মোবারক হোসেন। জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আতিফর পূর্ব বিশইল তার লিজকৃত পুকুর থেকে মোটরসাইকেলে মাছ নিয়ে সোমনগর ফেরার পথে পশ্চিম বিশইল তিন রাস্তার মোড়ে পূর্ব থেকে ওত পেতে থাকা দুষ্কৃতকারীরা তাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় তার সঙ্গে ছেলে মেহেদী হাসানকেও তারা মারপিট করে। ফলে সেও আহত হয়। তাদের চিৎকারে এলাকার লোকজন এসে আতিফরকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। রাতে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোরে গৃহবধূ স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, আঁখি বেগম (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছে। শনিবার বিকেলে শহরের খোলাডাঙ্গা গাজিরবাজার এলাকায় ঘটনাটি ঘটে। আঁঁখি ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের সোনা বিশ্বাসের মেয়ে এবং যশোর শহরের খোলাডাঙ্গা গাজিরবাজার গ্রামের মহব্বতের স্ত্রী। তারা ওই এলাকার আব্বাসের বাড়ির ভাড়াটিয়া। কোতোয়ালি থানার এসআই সোবহান শরীফ বলেন, আঁখির মৃত্যু রহস্যজনক। যেখানে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সেখান থেকে রক্তমাখা অবস্থায় একটি ভাঙ্গা মোবাইল উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়ায় প্রবাসী নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, মালয়েশিয়া থেকে বাড়িতে এসে নিখোঁজ হওয়ার তিনদিন পর নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম রাকিবুল ইসলাম (৩২)। রবিবার সকালে কুমারখালী উপজেলার বাঁধবাজার ক্যাম্পসংলগ্ন কালীগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, কুমারখালীর চাপড়া ইউনিয়নের পাহাড়পুর স্কুলপাড়া গ্রামের মণ্টু বিশ্বাসের ছেলে রাকিবুল ইসলাম দুইমাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পাশের গ্রাম কাঞ্চনপুরে তার শ্বশুরবাড়িতে যান। এরপর আর বাড়ি ফিরে আসেননি। আশুগঞ্জে বৃদ্ধ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নিখোঁজের দুই দিন পর আশুগঞ্জের মেঘনা নদী থেকে আবু তাহের (৮০) নামে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার লালপুর গ্রামের কইরাকান্দি গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে। শনিবার রাতে উপজেলার লালপুর এলাকার মেঘনা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
×