ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একসঙ্গে টিভি দেখলে সম্পর্কের উন্নতি

প্রকাশিত: ০৫:৩১, ৯ অক্টোবর ২০১৭

একসঙ্গে টিভি দেখলে সম্পর্কের উন্নতি

স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা একসঙ্গে এইচবিওতে গেম অব থ্রোনস দেখছেন এবং প্রিয় দৃশ্যগুলো নিয়ে আলোচনা করছেন- এরকম অভ্যাস সম্পর্ক গাঢ় করে বলে সাম্প্রতিক এক গবেষণায় বেরিয়ে এসেছে। জার্নাল অব সোশ্যাল এ্যান্ড পার্সোনাল রিলেশনশিপসে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়, যেসব সঙ্গী একসঙ্গে টিভি অনুষ্ঠান এবং সিনেমা দেখেন তাদের মধ্যে সম্পর্কের উন্নতি হয়। গবেষণায় বলা হয়, টিভি অনুষ্ঠান বা সিনেমা দেখে যখন দৃশ্যাবলী নিয়ে সঙ্গীরা নিজেদের মধ্যে আলাপ করেন, তখন তাদের সম্পর্ক আরও গাঢ় হয়। বিশেষ করে যেসব দম্পতির সামাজিক যোগাযোগমাধ্যম, বাস্তব জীবনে উভয়েরই পরিচিত বন্ধু কম, তাদের ক্ষেত্রে একসঙ্গে টিভি অনুষ্ঠান বা সিনেমা দেখাটা সম্পর্কের উন্নতির জন্য জরুরি হয়ে পড়ে। গবেষণার প্রধান গবেষক সারাহ গোমিলিয়ন বলেন, ‘আধুনিক সব গণমাধ্যম আসার অনেক আগে থেকেই মানুষ গল্প এবং অভিনয়ের মাধ্যমে নিজেদের মধ্যে সামাজিক অভিজ্ঞতা শেয়ার করতেন। ঠিক তেমনি সমসাময়িক মিডিয়াগুলোও প্রতিনিয়ত মানুষকে তথ্য দিয়ে উপকৃত করছে। আর এসব তথ্য নিজেদের মধ্যে আলোচনা করে সম্পর্কের উন্নতি ঘটাচ্ছেন দম্পতিরা। আমাদের গবেষণাতে এটাই পেয়েছি।’ গবেষণাতে ২৫৯ জন প্রেমিক-প্রেমিকার ওপর জরিপ পরিচালনা করা হয়। অংশগ্রহণকারীদের সম্পর্কের মান, পারস্পারিক বন্ধুত্ব এবং মিডিয়া অভ্যাসের ওপর প্রশ্ন করা হয়। যাদের মধ্যে উভয়েরই পরিচিত বন্ধুর সংখ্যা বেশি ছিল, তাদের সম্পর্ক বেশি গাঢ় ছিল। তা ছাড়া যারা একসঙ্গে টিভি অনুষ্ঠান-সিনেমা দেখেন, বই পড়েন তাদের সম্পর্ক আরও গাঢ়। দেখা গেছে, গাঢ় সম্পর্কে থাকা সঙ্গীরা ঘনিষ্ঠ এবং আত্মবিশ্বাসী। পরবর্তীতে আরও ১২৮ জন প্রেমিক-প্রেমিকার ওপর জরিপ পরিচালনা করা হয়। সেখানে তাদের সবাইকে প্রশ্ন করা হয়- তারা তাদের সঙ্গীর সাথে মিডিয়া সম্পর্কিত তথ্য শেয়ার করতে কতটা প্রেরণা পান। এই উত্তরের পরই তাদের সম্পর্কের রেটিং দিতে বলা হয়। তা ছাড়া নিজের কয়জন বন্ধুর কথা সঙ্গীর সাথে শেয়ার করেছেন- তাও জানতে চাওয়া হয়। যেসব দম্পতির বাস্তবিক জীবনে পারস্পরিক বন্ধুর সংখ্যা কম, তারা একসঙ্গে বিনোদনমূলক অনুষ্ঠান বেশি দেখেন। আর এর মাধ্যমে তাদের সম্পর্ক গাঢ় হয়। -দ্য ইন্ডিপেন্ডেন্ট
×