ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনে টানা দ্বিতীয় শিরোপা গার্সিয়ার

প্রকাশিত: ০৫:২৬, ৯ অক্টোবর ২০১৭

চীনে টানা দ্বিতীয় শিরোপা গার্সিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারে বসন্তের ফুল সুবাস ছড়িয়ে যাচ্ছে। একের পর এক সাফল্য দেখছেন ক্যারোলিন গার্সিয়া। ফ্রান্সের এ ২৩ বছর বয়সী টেনিস তারকা এবার জিতেছেন চায়না ওপেনের শিরোপা। ফাইনালে ওঠার মাধ্যমে বিশ্বের নতুন এক নম্বর নিশ্চিত হওয়া রোমানিয়ার সিমোনা হ্যালেপকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হন। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৬-৪, ৭-৬ (৭-৩) সেটে জয় পান গার্সিয়া। চীন হয়ে উঠেছে গার্সিয়ার জন্য দারুণ পয়মন্ত। উহানে শিরোপা জয়ের পর বেজিংয়ে টানা দুই শিরোপা জয়ে এখন দারুণ সময় কাটছে গার্সিয়ার। আর এ কারণেই ক্যারিয়ারে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের সেরা দশে ওঠা নিশ্চিত হয়েছে ১৫ নম্বরে থাকা এ তরুণীর। আজ নতুন র‌্যাঙ্কিং প্রকাশের পর ৯ নম্বরে উঠবেন তিনি। চায়না ওপেনে প্রথম থেকেই বেশ বড় বড় ও স্বীকৃত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয়েছে গার্সিয়ার। কিন্তু তিনি উহানে শিরোপা জয়ে দারুণ উজ্জীবিত ও আত্মবিশ্বাসী হয়েই নেমেছিলেন। তাই ঠেকানো যায়নি তাকে। এলিজ করনেট, এলিনা সিতোলিনা ও পেত্রা কেভিতোভার মতো তারকাদের হারিয়ে ফাইনালে ওঠেন তিনি। এর মাধ্যমে যেন নিজের দিকে আরও নজর ঘুরিয়ে নিতে পেরেছেন সবার। গার্সিয়া চীনের হার্ডকোর্ট আসরে ঝড় তুলেছেন। কিছুদিন আগেই শেষ হওয়া উহান ওপেনের শিরোপা জিতেছেন তিনি। ঠিক এরপরই চায়না ওপেনের শিরোপা জয়ের মোক্ষম সুযোগ পেয়ে যান। ফাইনালে ওঠার মাধ্যমে দারুণ ফর্মে থাকা রোমানিয়ার সিমোনাকে প্রতিপক্ষ হিসেবে পান গার্সিয়া। আর সে কারণে লড়াইটা হয়েছে দারুণ উত্তেজনাপূর্ণ। শেষ পর্যন্ত অবশ্য জিততে পারেননি সিমোনা। তাকে হারিয়ে দিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয় করেন গার্সিয়া। অথচ চায়না ওপেনের সেমিফাইনালের আগেই উরুর ইনজুরিতে পড়েছেন। উরুতে স্ট্র্যাপ পেঁচিয়ে ফাইনালে নেমেছিলেন তিনি। সেই অবস্থায়ও শিরোপা জয় করলেন। এবার তিয়ানজিন ওপেনে চীনের শেষ পরীক্ষা গার্সিয়ার জন্য। তবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারলে হয়তো খেলবেন না। চায়না ওপেনের আগে র‌্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে ছিলেন এই ফরাসী তরুণী। আর এখানে শিরোপা জিতে প্রথমবারের মতো উঠে এসেছেন সেরা দশে। আজ ডব্লিউটিএ র‌্যাঙ্কিং প্রকাশের পর তার নতুন অবস্থান হবে ৯ নম্বরে।
×