ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিয়ানজিনে শুরুতেই অগ্নিপরীক্ষায় শারাপোভা

প্রকাশিত: ০৫:২৫, ৯ অক্টোবর ২০১৭

তিয়ানজিনে শুরুতেই অগ্নিপরীক্ষায় শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র কিছুদিন আগেই চায়না ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছিলেন। কিন্তু রোমানিয়ার সিমোনা হ্যালেপের কাছে হেরে বিদায় নেন মারিয়া শারাপোভা। ১৫ মাসের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে টেনিস কোর্টে ফেরার পর থেকেই শারাপোভার সময়টা এভাবেই কাটছে। এখন পর্যন্ত কোন আসরের শিরোপা জেতা হয়নি তার। এখনও চীন ছাড়েননি শারাপোভা। রাশিয়ান এ সুন্দরী এবার খেলবেন তিয়ানজিন ওপেনে। সেখানে প্রথম রাউন্ডেই খেলতে হবে ফর্মের তুঙ্গে থাকা ফ্রান্সের তরুণী ক্যারোলিন গার্সিয়ার। গার্সিয়া চীনের হার্ডকোর্ট আসরে ঝড় তুলেছেন। কিছুদিন আগেই শেষ হওয়া উহান ওপেনের শিরোপা জিতেছেন তিনি। ঠিক এরপরই চায়না ওপেনের শিরোপা জয় করেন সবেমাত্র বিশ্বের এক নম্বর হওয়া রোমানিয়ার সিমোনাকে হারিয়ে। সেই গার্সিয়াকে দমিয়ে রাখা বেশ কঠিনই হবে। তিয়ানজিন ওপেনে খেলবেন তিনি। এই ২৩ বছর বয়সী ভয়ানক গার্সিয়ার বিরুদ্ধে প্রথম খেলায় মাঠে নামবেন শারাপোভা। রাশিয়ার এ ৩০ বছর বয়সী তারকা বর্তমানে বিশ্বের ১০৪ নম্বর র‌্যাঙ্কিংধারী। ৫ গ্র্যান্ডস্লাম জয়ী বিশ্বের সাবেক এই এক নম্বর নিজের ফর্ম নিয়ে বেশ সংগ্রাম করছেন। বেশ কিছু টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেছেন। কিছু টুর্নামেন্টে সরাসরি খেলারও সুযোগ পেয়েছেন। কিন্তু ভাল কিছু করতে পারেননি এখন পর্যন্ত। র‌্যাঙ্কিংয়েও খুব বেশি এগিয়ে আসতে পারছেন না সে কারণে। গত বছর নিজে থেকে নিষিদ্ধ ওষুধ মেলডোনিয়াম সেবনের কথা স্বীকার করার পর ১৫ মাস নিষিদ্ধ হন মাশা। তারপর এ বছর ফেরেন আবার প্রতিযোগিতায়। তবে তার ওয়াইল্ড কার্ড পাওয়া নিয়ে অনেকেই আপত্তি করেন, বিতর্ক তৈরি হয়। এতসব প্রতিকূলতার মধ্যে নিজেকে ঠিকভাবে মেলে ধরাটা বেশ কঠিনই হয়ে গেছে শারাপোভার জন্য।
×