ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাল পাতা

প্রকাশিত: ০৫:০১, ৯ অক্টোবর ২০১৭

লাল পাতা

বর্তমানে জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় পিটার্সডর্ফের বাগানগুলোতে শোভা পাচ্ছে উইল্ড ওয়াইন গাছের এই অনিন্দ্য সুন্দর গাঢ় লাল পাতা। এই পাতা দেখে স্থানীয় অধিবাসীদের মনেও প্রশান্তির জোয়ার বইছে। ছবিটি রবিবার পিটার্সডর্ফের একটি বাগান থেকে তোলা। -জার্মানি আউট বলের ফিতা স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে রবিবার লেবাননের রাজধানী বৈরুতের দ্য স্পোর্ট সিটি স্টেডিয়ামে আয়োজিত এক কর্মসূচীতে দেশটির এক টিভি উপস্থাপিকাকে একটি গোলাপী বল ধরে থাকতে দেখা যায়। ফুটবল দিয়ে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনাতামূলক সবচেয়ে বড় ফিতা তৈরির জন্য এই কর্মসূচীর আয়োজকরা দ্য ওয়ার্লড রেকর্ড একাডেমির কাছ একটি সনদও পেয়েছে। -এএফপি
×