ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড় ব্যবধানে এগিয়ে ঢাকা মেট্রো

প্রকাশিত: ০৫:০৩, ৮ অক্টোবর ২০১৭

বড় ব্যবধানে এগিয়ে ঢাকা মেট্রো

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ১৯তম আসরের চতুর্থ রাউন্ডে বিশাল রানে এগিয়ে রয়েছে ঢাকা মেট্রো। দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ৩২৮ রানে এগিয়ে রয়েছে তারা। একই স্তরের রাজশাহী-সিলেট ম্যাচটিতে বৃষ্টির বাধা চলছেই। প্রথম স্তরে ঢাকা-বরিশাল ম্যাচে জমজমাট লড়াই চলছে। একই স্তরে খুলনা-রংপুর ম্যাচটিও বৃষ্টির তোপে পড়েছে। প্রথম স্তর ॥ খুলনায়, ঢাকা ও বরিশাল, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। প্রথম ইনিংসে প্রথমদিনে ঢাকা ৭ উইকেট হারিয়ে ২৩১ রান করেছিল। দ্বিতীয়দিন আর ১৯ রান যোগ করতেই গুটিয়ে যায়। ২৫০ রানের বেশি করতে পারেনি। এরপর ব্যাট হাতে নেমে বরিশালও বিপত্তিতে আছে। ৬ উইকেট হারিয়ে ২০১ রান করেছে। এখনও ঢাকার চেয়ে ৪৯ রানে পিছিয়ে রয়েছে। তবে দুই দলের ম্যাচটিতে জমজমাট লড়াইয়ের গন্ধই মিলছে। রাজশাহীতে খুলনা-রংপুর ম্যাচে বৃষ্টির বাধা চলছেই। প্রথমদিনে ২৩ ওভারও খেলা হয়নি। দ্বিতীয়দিনে শেষ পর্যন্ত মোট ৫৯ ওভারও শেষ হতে পারেনি। প্রথমদিনে খুলনা ৩ উইকেটে ৭৭ রান করেছিল। দ্বিতীয়দিনে ২১৮ রান করতেই অলআউট হয়। কিন্তু বৃষ্টিতে আর খেলাই হয়নি। দ্বিতীয় স্তর ॥ প্রথমদিনেই বোঝা হয়ে যায় ঢাকা মেট্রো বড় সংগ্রহই গড়বে। মেহরাব হোসেন জুনিয়র ও মোহাম্মদ আশরাফুলের জোড়া হাফসেঞ্চুরিতেই এগিয়ে চলছিল ঢাকা মেট্রো। প্রথমদিনেই ৩ উইকেটে ২৩৬ রান করে ফেলেছিল। দ্বিতীয়দিন মেহরাবের ৯৪ ও আশরাফুলের ৬৬ এবং আসিফ আহমেদের অপরাজিত ৬৪ রানে ৯ উইকেট হারিয়ে ৩৬৯ রান করে ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। এরপর ব্যাট হাতে নেমে চট্টগ্রাম ১ উইকেটে ৪১ রান করলে দিন শেষ হয়ে যায়। বগুড়ায় সিলেট-রাজশাহী ম্যাচটির প্রথমদিনে কোন বলই মাঠে গড়ায়নি। দ্বিতীয়দিন বল মাঠে গড়ালেও ৪০ ওভারের বেশি খেলা হয়নি। বৃষ্টির তোপে পড়ে গেছে ম্যাচটি। এই ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৫ রান করে সিলেট। স্কোর ॥ দ্বিতীয়দিন শেষে প্রথম স্তর ঢাকা-বরিশাল ম্যাচ ঢাকা প্রথম ইনিংস ২৫০/১০; ১০২.১ ওভার (শরীফ ৫৮; সালমান ৪/৩৮)। বরিশাল প্রথম ইনিংস ২০১/৬; ৭৭ ওভার (সোহাগ গাজী ৭৩, নুরুজ্জামান ৫১*; শুভাগত ৩/৫৩)। খুলনা-রংপুর ম্যাচ খুলনা প্রথম ইনিংস ২১৮/১০; ৫৮.৪ ওভার (বিজয় ৬১, নাহিদুল ৫১; সোহরাওয়ার্দী ৪/৫৭)। দ্বিতীয় স্তর ঢাকা মেট্রো-চট্টগ্রাম ম্যাচ ঢাকা মেট্রো প্রথম ইনিংস ৩৬৯/৯; ইনিংস ঘোষণা; ১৩১.১ ওভার (মেহরাব ৯৪, আশরাফুল ৬৬, আসিফ ৬৪*; রনি ৫/৯১)। চট্টগ্রাম প্রথম ইনিংস ৪১/১; ১৮ ওভার (সাদিকুর ২৬*, রনি ৪*)। সিলেট-রাজশাহী ম্যাচ সিলেট প্রথম ইনিংস ৯৫/৬; ৪০ ওভার (সায়েম ৪৭, রাজিন ৫*; দেলোয়ার ২/২৫)।
×