ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশ ত্যাগের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা

দক্ষিণ আফ্রিকা গেলেন মাশরাফিরা

প্রকাশিত: ০৫:০২, ৮ অক্টোবর ২০১৭

দক্ষিণ আফ্রিকা গেলেন মাশরাফিরা

স্পোর্টস রিপোর্টার ॥ হাতে আর আধঘণ্টা সময় আছে। সকাল সোয়া দশটায় দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়তে হবে। এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানানোর সুযোগ যখন মিলেছে তখন কী আর হাতছাড়া করা যায়? দক্ষিণ আফ্রিকার বিমানে চড়ার আগে তাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েই দিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপরই উড়াল দিলেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন। মাশরাফির সঙ্গে ওয়ানডে দলে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসান, নাসির হোসেন ও সাইফউদ্দিনও একই ফ্লাইটে দক্ষিণ আফ্রিকায় গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫, ১৮ ও ২২ অক্টোবর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। মাশরাফির নেতৃত্বে খেলবে। এ সিরিজের জন্য বৃহস্পতিবারই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। পরে মুমিনুল হককে যোগ করে ১৬ সদস্য করা হয়। দলে নতুন মুখ সাইফউদ্দিন। ফিরেছেন নাসির হোসেন। আর টেস্টে না খেলা সাকিবও আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মন, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন কুমার দাশ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুমিনুল হক আছেন। এ ক্রিকেটারদের মধ্যে মাশরাফি, সাকিব, নাসির, সাইফউদ্দিন ছাড়া বাকিরা এখন দক্ষিণ আফ্রিকাতেই আছেন। খেলছেন টেস্ট। টেস্ট সিরিজ শেষে ১২ অক্টোবর একটি একদিনের প্রস্তুতি ম্যাচ শেষেই ওয়ানডে সিরিজে খেলতে নামতে হবে। শুরুতে সোমবার দেশে থাকা ওয়ানডে দলের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকায় যাবেন, এমন হিসেব ছিল। কিন্তু কন্ডিশনের সঙ্গে যত দ্রুত মানিয়ে নেয়া যাবে ততই ভাল। এ লক্ষ্যে দুইদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিমানে চড়লেন ক্রিকেটাররা। আজ থেকেই ওয়ানডেতে থাকা ক্রিকেটাররা হয়তো অনুশীলনও শুরু করে দেবেন। ওয়ানডে সিরিজে সাইফউদ্দিনকে নেয়া হয়েছে। তিনি পেস অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি২০ খেলা এ বোলারকে ওয়ানডেতে কাজে লাগানোর চেষ্টা করা হবে। নাসির হোসেনকে নেয়া হয়েছে স্পিন অলরাউন্ডার ভূমিকায় রাখার জন্য। লিটনকে রাখা হয়েছে মুশফিকের পরিবর্তে উইকেটরক্ষকের ভূমিকায় থাকার জন্য। টেস্ট সিরিজ শেষে ফিরে আসবেন শফিউল ইসলাম, শুভাশীষ রায় ও তাইজুল ইসলাম। শনিবার সকালে দক্ষিণ আফ্রিকায় গেছেন মাশরাফি, সাকিব, সাইফউদ্দিন ও নাসির।
×