ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে থানা থেকে আসামি উধাও ॥ এসআই ক্লোজড

প্রকাশিত: ০৪:৪৩, ৮ অক্টোবর ২০১৭

মুন্সীগঞ্জে থানা থেকে আসামি উধাও ॥ এসআই ক্লোজড

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরের থানা থেকে মোঃ পারভেজ মাঝি ওরফে সাখা (৩১) নামে এক আসামি পালিয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম শ্রীনগর থানা পরিদর্শন করেন। এ ঘটনায় শ্রীনগর থানার এসআই নাসিরকে ক্লোজড করে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে। এর আগে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে র‌্যাব-১১ শ্রীনগর উপজেলার কয়কীর্তন থেকে ১শ’ ৯০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী পারভেজকে গ্রেফতার করে। র‌্যাব সাখার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে শ্রীনগর থানায় সোর্পদ করে। সাখা রাঢ়িখালের মেরিন হত্যা মামলার সন্দেহভাজন আসামি হওয়ায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই নাসির তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজত থেকে বের করে আনেন। এ সময় তার হাতে হাতকড়া পরানো ছিল না। এসআই নাসির তাকে একা কক্ষে রেখে বাইরে যান। এ সময় অসাবধানতার কারণে সকলের নজর এড়িয়ে সাখা পালিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন জানান, এ সময় সাখার হাতে হাতকড়া পরানো ছিল না। সাখাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। পারভেজ স্থানীয় সেলামতি গ্রামের আব্বাস মাঝির পুত্র। অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় এসআই নাসিরকে ক্লোজড করা হয়েছে। আগামীকাল (আজ) তাকে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হবে। অপরদিকে পালিয়ে যাওয়া সাখার বিরুদ্ধে শ্রীনগর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
×