ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ ভূঞাপুর হানাদারমুক্ত দিবস

প্রকাশিত: ০৩:১১, ৮ অক্টোবর ২০১৭

আজ ভূঞাপুর হানাদারমুক্ত দিবস

সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ৭ অক্টোবর ॥ ৮ অক্টোবর ভূঞাপুর হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে মুক্তিযোদ্ধারা পাকসেনাদের পরাজিত করে ভূঞাপুর হানাদারমুক্ত করে। ভূঞাপুরে উত্তোলন করা হয় স্বাধীন বাংলার পতাকা। এটি হচ্ছে টাঙ্গাইলে প্রথম হানাদারমুক্ত উপজেলা। ভূঞাপুর ডাকবাংলোয় মুক্তিকামী জনতা সেদিন পতাকা উড়িয়ে জয় বাংলা সেøাগানে মুখরিত করে তোলে আকাশ বাতাস। ৭ অক্টোবর রাত ৯টা হতে ৮ অক্টোবর ভোর ৬টা পর্যন্ত টানা যুদ্ধে পাকসেনারা পরাজিত হয়ে পিছু হটে। এ খবর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচার করা হয়। এ উপলক্ষে রবিবার ভূঞাপুর মুক্তিযোদ্ধা গবেষণা পরিষদ স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিকে গতকাল শনিবার ভূঞাপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্থাপিত দেশে প্রথম ফ্ল্যাগ মানচিত্রের নির্মাতা বীরপ্রতীক আব্দুল হাকিম-এর নাম ফলক উন্মোচন করা হয়।
×