ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্থের অপচয় ॥ যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

বাউফলে দুই কিমির মধ্যে ২ সরকারী হাসপাতাল নির্মাণ

প্রকাশিত: ০৩:০৯, ৮ অক্টোবর ২০১৭

বাউফলে দুই কিমির মধ্যে ২ সরকারী হাসপাতাল নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৭ অক্টোবর ॥ বাউফলে মাত্র দুই কিলোমিটার দূরত্বের মধ্যে দুটি মা ও শিশু হাসপাতাল নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল দুটি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে একটি হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলেও বিদ্যুত সংযোগের অভাবে চালু করা সম্ভব হয়নি। অপরটির নির্মাণ কাজও শেষ পর্যায়ে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (এইচইডি) হাসপাতাল দুটি নির্মাণ করা হয়েছে। জানা গেছে, বাউফল সদর ইউনিয়নের কায়না গ্রামে জাতীয় পার্টির সাবেক এমপি রুহুল আমিনের বাড়ির সামনে ৩ কোটি ৯২ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে ১০ শয্যা মা ও শিশু হাসপাতালের নির্মাণ কাজ ২০১৪ সালে শুরু হয় এবং চলতি বছর এপ্রিল মাসে শেষ হয়। খান এ্যান্ড সন্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তিনতলা বিশিষ্ট হাসপাতাল ও তিনতলা বিশিষ্ট একটি আবাসিক কোয়ার্টারের নির্মাণ কাজ করে। ওই সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে অভ্যন্তরীণ বিদ্যুত লাইনের কাজ শেষ করা হলেও এখন পর্যন্ত সংযোগ স্থাপন করা হয়নি। এর ফলে হাসপাতালটি চালু করা যাচ্ছে না। এছাড়াও হাসপাতালে যাতায়াতের জন্য কোন রাস্তা নির্মাণ করা হয়নি। ফলে এ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচলের কোন সুযোগ নেই। স্থানীয় লোকজন অভিযোগ করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎকালীন সচিব নিয়াজ উদ্দিন মিয়ার মাধ্যমে প্রভাব খাটিয়ে জাতীয় পার্টির সাবেক এমপি রুহুল আমিন তার বাড়ির সামনে এ হাসপাতালটি স্থাপন করেন। ওই স্বাস্থ্য সচিব তার বেয়াই হন। মূলত পারিবারিক সুবিধার জন্যই তার বাড়ির সামনে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। অপরদিকে এ হাসপাতাল থেকে মাত্র দুই কিলোমিটার দূরে সাবপুরা গ্রামে ৫ কোটি ২৮ লাখ ৪ হাজার ৮শ’ টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট আরও একটি মা ও শিশু হাসপাতাল নির্মাণ কাজ শেষের পথে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেকের বাড়ির সামনে এ হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে। মাত্র দুই কিলোমিটার দূরত্বের মধ্যে এ হাসপাতাল দুটির নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
×