ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুবাই টেস্ট

করুণারত্নের সেঞ্চুরিতে প্রথম দিন শ্রীলঙ্কার

প্রকাশিত: ০৮:৪৯, ৭ অক্টোবর ২০১৭

 করুণারত্নের সেঞ্চুরিতে প্রথম দিন শ্রীলঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ ওপেনার দিমুথ করুণারত্নের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে দুবাই টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২৫৪ রান। ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ ব্যাটিং করতে থাকেন লঙ্কার ব্যাটসম্যানরা। দলীয় ৬৩ রানের সময় ব্যক্তিগত ২৭ রান করে কুশাল সিলভা আউট হলেও সাদিরার সঙ্গে দারুণ জুটি করেন করুণারত্নে। এরপর দলীয় ১৩১ ও ১৩৬ রানে আরও দু’টি উইকেট পড়লেও চতুর্থ উইকেটে অধিনায়ক চান্দিমালের সঙ্গে অসাধারণ জুটি গড়ে তোলেন করুণারত্নে। এ দু’জনের নৈপূণ্যে শ্রীলঙ্কা প্রথম দিন শেষে করেছে ৩ উইকেটে ২৫৪ রান। করুণারতেœ ১৩৩ ও চান্দিমাল ৪৯ রানে অপরাজিত থেকে আজ আবারও ব্যাটিং শুরু করবেন। পাকিস্তানের ইয়াসির শাহ ২ উইকেট লাভ করেন। দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
×