ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিএনপিকে কাদের

গৃহবন্দী হলে প্রধান বিচারপতি মন্দিরে গেলেন কীভাবে

প্রকাশিত: ০৫:১১, ৭ অক্টোবর ২০১৭

গৃহবন্দী হলে প্রধান বিচারপতি মন্দিরে গেলেন কীভাবে

বিশেষ প্রতিনিধি ॥ প্রধান বিচারপতি এস কে সিনহাকে ‘গৃহবন্দী করে রাখা হয়েছে’ বলে বিএনপির তোলা অভিযোগ উড়িয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলটির প্রধান খালেদা জিয়া লন্ডন থেকে দেশে না আসার হতাশা চাপা দিতে বিএনপি নেতারা এ ধরনের মন্তব্য করছেন। বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, গৃহবন্দী হলে প্রধান বিচারপতি সাহেব মন্দিরে গেলেন কীভাবে? শুক্রবার ধানম-িতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের অফিস সহকারী মোঃ সিরাজ মিয়ার জানাজায় অংশ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন রাখেন। ছুটির আবেদনে প্রধান বিচারপতির স্বাক্ষর জাল করা হয়েছে বলে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, স্বাক্ষর জালিয়াতির বিষয়টা মওদুদ আহমদের জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। আসলে স্বাক্ষর জালিয়াতির বিষয়টা ভূতের মুখে রাম নাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশে আসা নিয়ে বিএনপি নেতাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তিনি যে লন্ডনে গেছেন, ফিরে আসবেন কিনা- এটা নিয়ে তাদের মধ্যে চরম হতাশা। এই হতাশা থেকে বিএনপি নেতারা প্রধান বিচারপতিকে নিয়ে নানা কথা বলছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৩টায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অফিস সহকারী সিরাজ মিয়া। সিরাজ মিয়ার মুত্যৃতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাজায় ওবায়দুল কাদের ছাড়াও দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
×