ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে সংখ্যালঘুর বাড়িতে হামলা, ভাংচুর

প্রকাশিত: ০৪:৫৭, ৭ অক্টোবর ২০১৭

লৌহজংয়ে সংখ্যালঘুর বাড়িতে হামলা, ভাংচুর

স্টাফ রিপোর্টার ,মুন্সীগঞ্জ॥ শুক্রবার সকালে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ফুলকুচি গ্রামে সংখ্যালঘু হরিপদ হালদারের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করে প্রতিবেশী আজিজুল মুন্সী গং। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি জমি রয়েছে। সেটি নিয়ে বেশ কিছুদিন যাবত মামলা চলে আসছে হরিপদ হালদার ও প্রতিবেশী আজিজুল মুন্সীদের। এক পর্যায়ে মামলার রায় হরিপদ হালদারের পক্ষে আসে এবং সে জমিতে বালু ভরাটের কাজ শুরু করে। হরিপদ হালদার জানান, বৃহস্পতিবার রাতে তার ছেলে সাধন হালদার বিদেশ থেকে বাড়িতে আসে। এই খবর পেয়ে শুক্রবার সকালে আজিজুল মুন্সী তাদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাড়ি ভাংচুর করে এবং ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের ভয়ে হরিপদ ও তার বিদেশ ফেরত ছেলে ও পরিবারের অন্য লোকজন বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আশ্রয় নেয়।
×