ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিরেই অর্ধশতক আশরাফুলের

প্রকাশিত: ০৪:৫২, ৭ অক্টোবর ২০১৭

ফিরেই অর্ধশতক আশরাফুলের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) প্রথম রাউন্ডে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটই করতে পারেননি, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় ফিরে এসেছিলেন মোহাম্মদ আশরাফুল। চতুর্থ রাউন্ডে ফিরেছেন তিনি। আর ফিরেই অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত আছেন ৫৪ রানে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মেহরাব হোসেন জুনিয়র ও তার অপরাজিত অর্ধশতকে ৩ উইকেটে ২৩৬ রান তুলে ঢাকা মেট্রোপলিস বড় সংগ্রহের পথে রয়েছে চট্টগ্রামের বিরুদ্ধে। প্রথম স্তরে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিরুদ্ধে ঢাকা বিভাগ প্রথমদিন ৭ উইকেটে তুলেছে ২৩১ রান। এই স্তরের অপর ম্যাচে বৃষ্টিতে মাত্র ২২.২ ওভার খেলা হয়েছে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। রংপুর বিভাগের বিরুদ্ধে খুলনা বিভাগ সেখানে তুলেছে ৩ উইকেটে ৭৭ রান। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে রাজশাহী-সিলেটের কোন খেলায় হয়নি বগুড়ায় বৃষ্টির কারণে। আশরাফুল ফিরলেন এবং তিনি দলকে ভাল একটি অবস্থানেও নিয়ে গেলেন। অবশ্য শামসুর রহমানের ৪৬ ও সৈকত আলীর ৪৮ রানে উদ্বোধনী জুটিতে ৯২ রান পেয়েছিল ঢাকা মেট্রো। তবে ১১৬ রানেই ৩ উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়ে তারা। কিন্তু দিনের শেষভাগ পর্যন্ত আর চট্টগ্রামের বোলারদের উইকেট দেননি আশরাফুল ও মেহরাব। চতুর্থ উইকেটে তারা ১২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। মেহরাব ২১৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৭৫ এবং আশরাফুল ১৪৩ বলে ৫ চারে ৫৪ রানে অপরাজিত আছেন। ৫৮ রানে ২ উইকেট নিয়েছেন ইফতেখার সাজ্জাদ। বরিশালের বোলারদের দাপটে খুলনায় তেমন সুবিধা করতে পারেনি ঢাকা। ওপেনার রনি তালুকদার ২২৪ বলে ৫ চারে সর্বোচ্চ ৬৮ এবং তাইবুর রহমান ৯০ বলে ৫ চারে ৪৬ রান করেন। মোহাম্মদ শরীফ ১০৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪১ রানে ব্যাট করছেন। ৭ উইকেটে ২৩১ রান করা ঢাকা ২ উইকেট করে নিয়েছেন সালমান হোসেন, মনির হোসেন ও তানভীর ইসলাম। বৃষ্টিতে বাধাগ্রস্ত হয়ে রাজশাহীতে রংপুরের বিরুদ্ধে ৩ উইকেটে ৭৭ রান করেছে খুলনা।
×