ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ফিরে দেখা

প্রকাশিত: ০৫:১৫, ৬ অক্টোবর ২০১৭

ফিরে দেখা

ইভটিজারকে ‘সিঙ্গেল’ ধোলাই! রুমেল খান ॥ ঘটনাটা গত বছরের কোন এক মঙ্গলবারের। মাঘের দুপুর। অফিসে যাব। লোকাল বাসে উঠেই মনটা আনন্দে নেচে উঠল। কারণ একটা সিট ফাঁকা আছে। দারুণ সৌভাগ্যের ব্যাপার! বসে পড়লাম তাতে (অবশ্যই লেডিস সিটে নয়)। কিছুটা পথ যেতে না যেতেই বাসের মধ্যে চেঁচামেচি। এক মহিলা যাত্রী চিৎকার করে হাতেনাতে এক ‘ইভটিজার’ যুবককে ধরে ফেললেন। যুবকটির বয়স ২৫-৩০। তার দাবি, মহিলা মিথ্যা বলছে! অবাক ব্যাপার! বাসের বাকি সব ‘অমেরুদ-ী’ ও শান্তশিষ্ট লেজবিশিষ্ট যাত্রীরা লোকটিকে উত্তম-মধ্যম না দিয়ে উল্টো তাকে বাস থেকে নেমে যেতে বলল। মহিলাটি আর্তনাদ করে উঠল, ‘ভাই প্লিজ আপনারা ওকে যেতে দেবেন না! ওর বিচার করেন!’ বাস তখন থেমে আছে। এদিকে ইভটিজার মহিলা ও প্যাসেঞ্জারদের কথার ফাঁকে চট করে বাস থেকে নেমে যেতে উদ্যত হলো। বাদ সাধলাম আমি। থাবা দিয়ে পেছন থেকে ঘাড় ধরে ব্যাটাকে আটকালাম। আমার দিকে তাকাতেই গায়ের সমস্ত শক্তি দিয়ে মুখ বরাবর একখান ঘুষি মারলাম। সেই সঙ্গে একটা গালি ফ্রি! ব্যাটা পড়িমড়ি করে নেমে গেল। বাসও চলতে শুরু করল। এবার শুরু হলো আরেক নাটক। যুবক বয়সী এক যাত্রী আমাকে বললেন, ‘এভাবে লোকটাকে মারতে গেলেন কেন? ঝামেলা হতে পারত।’ কথাটা শুনেই মাথায় রক্ত উঠে গেল। বললাম, ‘ওই মহিলার জায়গায় আপনার মা-বোন-বউ থাকলে আপনি চুপ করে থাকতে পারতেন? অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী দুজনই সমান ক্রিমিনাল। আপনার মতো কাপুরুষদের জন্যই ইভটিজাররা এসব আকাম করতে সাহস পায়। আরে মিয়া, আপনি এখনও বেঁচে আছেন কেন? আপনার তো কচু গাছের সঙ্গে ফাঁসি দিয়া আত্মহত্যা করা উচিত। তাহলে দেশ-জাতির বোঝা কমত!’ আমার গরম লেকচার শুনে পুরো বাস নিশ্চুপ। সব শেষে ওই মহিলাকে বললাম, ‘আপা, আমরা পুরুষ জাতটাই আসলে আজাইরা আর ভীতু-কাপুরুষ! আমাগো ক্ষমা কইরা দিয়েন!’ অতিথিদের ধরবেন না তৌহিদুর রহমান ॥ রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ঢাকায় অবস্থানরত নয়টি মিশনের কূটনীতিকদের নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছিল। গত সপ্তাহে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এই বৈঠক শেষ হওয়ার পরেই সাংবাদিকরা সেখানে উপস্থিত হন। এ সময় মিডিয়ার জন্য বিদেশী কূটনীতিকদের ছবি নেয়ার সুযোগও দেয়া হয়। তবে বৈঠক শেষ হওয়ার পরেই পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, ‘আপনারা অতিথিদের ধরবেন না। বৈঠকে কি হয়েছে, আমিই সেটা বলব।’ পরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
×