ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৫:৫৬, ৫ অক্টোবর ২০১৭

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮৮৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮৩ কোটি ২১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৮০১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৪৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯০ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক, আমরা নেটওয়ার্ক, ডাচ বাংলা ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক ও বিবিএস কেবল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আমরা নেটওয়ার্ক, ডাচ বাংলা ব্যাংক, গ্লোবাল ইন্স্যুরেন্স, ফার্স্ট প্রাইম ১ম মিউচুয়াল ফান্ড, সোনারবাংলা ইন্স্যুরেন্স, আরএসআরএম স্টিল, ফু-ওয়াং ফুড, শেফার্ড ইন্ড্রাস্টিজ ও রহিম টেক্সটাইল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইমাম বাটন, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, আইএসএন, সি এ্যান্ড এ টেক্সটাইল, পেনিনসুলা চট্টগ্রাম, পদ্মা লাইফ, মেঘনা পেট, মডার্ন ডাইং ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৮৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আমরা নেটওয়ার্ক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক ও বেক্সিমকো।
×