ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবুতর রক্ষায় পিটিশন

প্রকাশিত: ০৫:৪১, ৫ অক্টোবর ২০১৭

কবুতর রক্ষায় পিটিশন

কয়েক হাজার ফরাসী নাগরিক কবুতরের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়েছেন। তারা যে কোন মূল্যে কবুতর রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। মূলত, ফরাসীরা কবুতরের জ্বালাতনে অতিষ্ঠ। তাই শহরের মেয়র এটাকে ক্ষতিকর প্রাণী আখ্যা দিয়ে তাদের নিয়ন্ত্রণে পরিকল্পনা নিয়েছেন। কিন্তু কবুতরপ্রেমীরা মেয়রের সেই কর্মসূচী বাস্তবায়ন করতে দেবেন না। অন্যান্য বড় শহরের মতো প্যারিসেও প্রচুর কবুতর আছে। কিন্তু রাস্তা কিংবা বাড়ির ছাদে তাদের অহরহ উপস্থিতি অসহ্য হয়ে পড়েছে। কবুতরের বিরুদ্ধে অভিযোগ, এরা যখন-তখন মানুষের শরীরের ওপর মল ত্যাগ করে। রোগ-ব্যাধি ছড়ায়। এছাড়াও নানা অসুবিধা তৈরি করছে প্যারিসের শান্তির পায়রা। মানুষ এখন কবুতরের সংখ্যা নিয়ন্ত্রণে মরিয়া হয়ে উঠছে। প্যারিসের ১০নং প্রশাসনিক জেলার মেয়র রেমি ফিরোড কবুতর নিয়ন্ত্রণে বাজপাখি ছেড়ে দেয়ার পরিকল্পনা করেছেন। মানুষ তার এই পরিকল্পনায় উষ্ণ সাড়াও দিয়েছেন। মেয়র বলেন, কবুতর স্থানীয়দের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বার্ড ফ্লুসহ নানা রোগের বাহক এই পাখি। কিন্তু কবুতর ভক্তরা মেয়রের পদক্ষেপে ক্ষেপে গেছেন। তারা কবুতর রক্ষায় একটি অনলাইন পিটিশনে সবাইকে সই করতে আহ্বান জানিয়েছেন। এ পর্যন্ত কুড়ি হাজার মানুষ তাতে সইও করেছে। -দ্য টেলিগ্রাফ অনলাইন
×