ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এমআইএসটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:১৫, ৫ অক্টোবর ২০১৭

এমআইএসটির সভা অনুষ্ঠিত

কাউন্সিল অব এমআইএসটির ঊনবিংশ সভা বুধবার মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)-তে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপি। শিক্ষামন্ত্রীকে স্বাগত জানান এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ আবুল খায়ের, এনডিসি, পিইঞ্জি:। সভায় এমআইএসটিতে সেমিস্টার সিস্টেম হতে কোর্স সিস্টেম এ প্রবর্তন, এমআইএসটির আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা-২০১৭ অনুমোদন, এমআইএসটির প্রতি টার্ম ডিউরেশন ১৫ সপ্তাহ করার অনুমোদনের বিষয় বিস্তারিত আলোচনা এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সেনাবাহিনী প্রধান, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ভিসি বিইউপি, ইঞ্জিনিয়ার-ইন-চীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×