ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধনবাড়ীতে সড়ক পাকা করার দাবি

প্রকাশিত: ০৪:৪৮, ৫ অক্টোবর ২০১৭

ধনবাড়ীতে সড়ক পাকা করার দাবি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ অক্টোবর ॥ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পোড়াবাড়ী বাজার হতে মির্জাপুর ঘাট পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা জনসাধারণের চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি দীর্ঘদিনেও পাকা না হওয়ায় এলাকাবাসী সড়কে ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। গত মঙ্গলবার সকালে কাঁচা রাস্তা পাকা করার দাবি জানিয়ে পোড়াবাড়ী গ্রামের লোকজন রাস্তার ওপর ধানের চারা লাগান। এলাকাবাসী জানান, বর্ষাকাল এলেই কাঁচা এই রাস্তাটিতে হাঁটু পর্যন্ত কাদা হয়। চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলে সড়কটি ধান চাষের জমির মতো কাদায় ভরপুর হয়ে ওঠে। তাই ধানের চারা লাগিয়ে রাস্তা মেরামতের জন্য প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যতিক্রমী প্রতিবাদ করেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসী। প্রতি বছর বর্ষায় এ রাস্তা খানাখন্দে, পানি আর কাদায় ভরে যায়। ফলে রাস্তা দিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ রাস্তাটি মেরামতের জন্য ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরেও কোন লাভ হয়নি। তাই জনবহুল এ এলাকার এ সড়কটি পাকা না করায় সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা সাবেক সাব-রেজিস্ট্রার আনোয়ারা বেগম জানান, বর্ষাকাল এলেই জনবহুল এ সড়কে হাঁটু পরিমাণ কাদা হয়ে চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। সড়কটি দীর্ঘদিনেও পাকা না করায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ধানের চারা রোপণ করেছেন। আমিরপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া খানম বলে, একটু বৃষ্টি হলেই কাদাপানিতে রাস্তাটি একাকার হয়ে যায়। ফলে আমাদের মতো শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসা খুবই কষ্টকর হয়ে পড়ে। কখনও কখনও বিদ্যালয়ে যেতেই পারি না। কাজেই রাস্তাটি পাকা করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। স্থানীয় ইউপি মেম্বার অমিত হাসান দিপু জানান, রাস্তাটির অবস্থা খুবই নাজুক। মাঝেমাধ্যে পরিষদের পক্ষ থেকে মাটি ফেলা হলেও কোন কাজ হয় না। বরং কাদা আরও বেড়ে যায়। কাজেই রাস্তাটি পাকা করা খুবই জরুরী।
×