ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাম বিভ্রাটে

বাংলাদেশীর লাশ সৌদি থেকে পাকিস্তানে

প্রকাশিত: ০৮:১৮, ৪ অক্টোবর ২০১৭

বাংলাদেশীর লাশ সৌদি থেকে পাকিস্তানে

বিডিনিউজ ॥ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত এক বাংলাদেশীর লাশ পাকিস্তানে পাঠিয়ে দেয়ার পর ভুল ধরা পড়ায় ফেরত আনা হয়েছে। নামের মিলের কারণে কর্তৃপক্ষের এই ভুলের খবর এসেছে সৌদি গেজেটে। নিহত ওই ব্যক্তি বাংলাদেশের কুমিল্লার বরুড়ার বাসিন্দা নিজামুল্লাহ বলে জানালেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি দাম্মামে বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর ফয়সল আহমেদ। সৌদি গেজেট জানায়, গত সপ্তাহে দাম্মামে সড়ক দুর্ঘটনায় নিহত হন ওই ব্যক্তি। তখন হাসপাতাল মর্গে তাকে পাকিস্তানী নিজামুল্লাহ বলে শনাক্ত করা হয়। পাকিস্তানের পেশওয়ারের নিজামুল্লাহ সৌদি আরবের দাম্মামে গাড়িচালকের কাজ করতেন। শনাক্তের পর পাকিস্তানে পাঠানো হয় নিজামুল্লাহর লাশটি। পেশওয়ারের বাছা খান বিমানবন্দরে লাশ গ্রহণ করতে উপস্থিত ছিলেন নিজামুল্লাহর স্বজনরা। সৌদি গেজেট জানায়, কফিন খোলার পর স্বজনরা দেখে বলেন, এই লাশ তাদের নিজামুল্লাহর নয়। এরপর লাশটি বাংলাদেশের নিজামুল্লাহর বলে নিশ্চিত হওয়া যায় বলে সৌদি সংবাদপত্রটি জানায়। খবরটি দেখে দাম্মামে বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর ফয়সল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিজামুল্লাহ বাংলাদেশী এবং তার বাড়ি কুমিল্লার বরুড়ায়।
×