ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকাএভ নির্বাহী পরিষদে সভাপতি মিজানুর, সম্পাদক রাসেল

প্রকাশিত: ০৫:০৩, ৪ অক্টোবর ২০১৭

ঢাকাএভ নির্বাহী পরিষদে সভাপতি মিজানুর, সম্পাদক রাসেল

ঢাকাএভ নির্বাহী পরিষদ ও বাকাএভ প্রতিনিধি নির্বাচন-২০১৭ গত ২৪ সেপ্টেম্বর বিকেল তিনটায় নির্বাচন কমিশনের এক সভা ঢাকাএভ ও বাকাএভের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান নূরুজ্জামান তালুকদার। নির্বাচনে ঢাকাএভ নির্বাহী পরিষদে মোঃ মিজানুর রহমান সভাপতি ও রাসেল মাহমুদ জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরিষদের অন্যান্য পদে সহ-সভাপতি মুহাম্মদ রবিউল আলম, আব্দুল মমিন মজুমদার ও মোঃ নজরুল ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন ও বিপুল কুমার সরকার সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব এ খোদা, অর্থসম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, জনসংযোগ ও প্রচার সম্পাদক উদ্ভব চন্দ্র পাল, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক এম. এম নজির আহমেদ এবং দফতর সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। -বিজ্ঞপ্তি লাস ভেগাসে গুলিতে ৫৯ জনকে হত্যায় প্রধানমন্ত্রীর শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রবিবার রাতে নির্বিচারে গুলি চালিয়ে ৫৯ জনকে হত্যার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কাপুরুষোচিত এই ঘটনার পর পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট ও জনগণ বিশেষ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। খবর বাসস’র। শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে সহানুভূতি ও সমর্থন নিয়ে আপনার পাশে রয়েছি।’ তিনি বলেন, ‘নিহতদের আত্মার মুক্তি কামনায় আমরা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি এবং এই হামলায় যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ উল্লেখ্য, রবিবার রাতে লাস ভেগাসে মান্দালায় বে রিসোর্ট এ্যান্ড ক্যাসিনোর পাশের রাস্তায় একটি উন্মুক্ত সঙ্গীত উৎসবে এক বন্দুকধারী নির্বিচারে গুলি চালিায়ে অন্তত ৫৯ জনকে হত্যা করে। এ ঘটনায় ৫২৫ জন আহত হয়।
×