ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজালালে যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ওষুধ ও স্বর্ণ জব্দ

প্রকাশিত: ০৫:০২, ৪ অক্টোবর ২০১৭

শাহজালালে যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ওষুধ ও স্বর্ণ জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ (অবৈধ) বিদেশী ওষুধ ও ২০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। সোমবার রাত ২টার দিকে এসব জব্দ করা হয়। অবৈধভাবে এসব মালামাল বহনকারী ওই যাত্রীর নাম আব্দুল বারী। রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে মিসর থেকে আবুধাবী হয়ে তিনি ঢাকায় অবতরণ করেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রীন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। যাত্রী ৪ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রীন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয় এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সঙ্গে থাকা ৩টি লাগেজ খুলে বিদেশী ওষুধগুলো ও তার মানিব্যাগ থেকে ২০০ গ্রাম ওজনের স্বর্ণবার আটক করা হয়। দুদকের চলমান কর্মকা-ে ইউএনওডিসির সন্তোষ স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান সার্বিক কর্মকা-ের প্রতি সন্তোষ প্রকাশ করে ভূয়সী প্রশংসা করেছে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস এ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি)। একই সঙ্গে দুর্নীতি দমনে বাংলাদেশের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম পৃথিবীর অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দিতে আহ্বান জানিয়েছে। মঙ্গলবার সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ্যান্টি-করাপশন এ্যাডভাইজার জোরানা মার্কোভিস দুদকের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে এসব কথা বলেন। এ সময় তিনি সংস্থাটির প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে নিয়ে কমিশনের প্রতিটি অনুবিভাগ কার্যক্রম পরিদর্শন করেন। পরে প্রতিনিধি দলটির সঙ্গে দুদকের ৬টি অনুবিভাগের সঙ্গে পৃথক বৈঠক করে। মুসলিম চৌধুরী অর্থ সচিব নিযুক্ত বিশেষ প্রতিনিধি ॥ অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে ওই বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। বিসিএস ১৯৮৪ ব্যাচের অডিট এ্যান্ড এ্যাকাউন্টস ক্যাডারের এই কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়ে মঙ্গলবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হচ্ছেন। চাকরির মেয়াদ শেষে আগামী বুধবার অবসরে যাচ্ছেন হেদায়েতুল্লাহ আল মামুন। অবসরে যাওয়ার সুবিধার্থে মঙ্গলবার মামুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
×