ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবুধাবী টেস্টে শ্রীলঙ্কার নাটকীয় জয়

প্রকাশিত: ০৪:৪৩, ৩ অক্টোবর ২০১৭

আবুধাবী টেস্টে শ্রীলঙ্কার নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আবুধাবী টেস্টে ২১ রানের নাটকীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। শেষদিনে দারুণ ভাবে জমে উঠেছিল ম্যাচ। যেকোন দলই জিততে পারত। কিন্তু সরফরাজ আহমেদদের চরম ব্যাটিং ব্যর্থতায় শেষ হাসি দীনেশ চান্দিমালের শ্রীলঙ্কার। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪১৯ রানের জবাবে ৪২২ রানে অলআউট হয় পাকিস্তান। সোমবার পঞ্চম ও শেষদিনে দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ১৩৮এ গুটিয়ে গেলে পাকিদের সামনে জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। কিন্তু রঙ্গনা হেরাথের ঘূর্ণিবলের মুখে ৪৭.৪ ওভারে ১১৪ রানে অলআউট সরফরাজরা। প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৬টি, মোট ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এই ম্যাচেই ক্যারিয়ারে ৪০০ শিকারের মাইলস্টোনে পা রাখা অভিজ্ঞ অফস্পিনার হেরাথ। হেরাথ পাকিস্তানের শেষ উইকেট নিয়ে ইতিহাসের প্রথম বাঁ-হাতি স্পিনার হিসেবে স্পর্শ করেন ৪০০ উইকেটের মাইলস্টোন। শেষদিনে দু’দলের ১৬ উইকেটের পতন হয়। হেরাথ ১১ শিকারের পথে ছুঁয়েছেন টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে পাকিস্তানের বিপক্ষে ১০০ উইকেটের মাইলফলকও। ম্যাচের বেশিরভাগ জুড়েই মন্থর গতিতে এগোতে থাকা ম্যাচের মোড় ঘুরে যায় চতুর্থ দিন বিকেলে। শেষ সেশনে শ্রীলঙ্কা হারায় ৪ উইকেট। সেই নাটক পূর্ণতা পায় শেষদিনে। পাকিস্তানের ১৩৬ রানের লক্ষ্য কঠিন হওয়ার কথা ছিল না। কঠিন বানিয়ে ছাড়লেন হেরাথ ও দিলরুয়ান পেরেরা। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৪১৯/১০ (১৫৪.৫ ওভার; করুনারতেœ ৯৩, কুশল সিলভা ১২, থিরিমান্নে ০, কুশল মেন্ডিস ১০, চান্দিমাল ১৫৫*, দিকওয়েলা ৮৫, দিলরুয়ান ৩৩, হেরাথ ৪, লাকমল ৭, সান্দাকান ৮, নুয়ান প্রদীপ ০; আব্বাস ৩/৭৫, ইয়াসির ৩/১২০, হাসান আলি ২/৮৮, হারিস সোহেল ১/৫১) ও দ্বিতীয় ইনিংস ১৩৮/১০ (আগের দিন ৬৯/৪) (৬৬.৫ ওভার; মেন্ডিস ১৮, লাকমল ১৩, ডিকওয়েলা ৪০*, পেরেরা ৬, হেরাথ ০, সান্দাকান ৮, প্রদীপ ০; আমির ০/২৭, আব্বাস ২/২২, ইয়াসির ৫/৫১, হাসান ১/২১, শফিক ১/৭, সোহেল ১/৭)। পাকিস্তান প্রথম ইনিংস ৪২২/১০ (১৬২.৩ ওভার; শান মাসুদ ৫৯, সামি আসলাম ৫১, আজহার ৮৫, শফিক ৩৯, বাবর ২৮, হারিস ৭৬, সরফরাজ ১৮, আমির ৪, ইয়াসির ৮, হাসান ২৯ ; লাকমল ২/৪২, প্রদীপ ২/৭৭, হেরাথ ৫/৯৩) ও দ্বিতীয় ইনিংস ১১৪/১০ (লক্ষ্য ১৩৬) (৪৭.৪ ওভার; মাসুদ ৭, আসলাম ২, আজহার ০, শফিক ২০, বাবর ৩, হারিস ৩৪, সরফরাজ ১৯, হাসান ৮, আমির ৯, ইয়াসির ৬, আব্বাস ০; লাকমল ১/১২, হেরাথ ৬/৪৩, পেরেরা ৩/৪৩, প্রদীপ ০/৪, সান্দাকান ০/৪)। ফল ॥ শ্রীলঙ্কা ২১ রানে জয়ী। সিরিজ ॥ দুই টেস্টের সিরিজে শ্রীলঙ্কা ১-০তে এগিয়ে। ম্যান অব দ্য ম্যাচ ॥ রঙ্গনা হেরাথ।
×