ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সমস্যার সমাধান কূটনৈতিক উপায়েই করা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:২২, ৩ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা সমস্যার সমাধান কূটনৈতিক উপায়েই করা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, রোহিঙ্গারা মজলুম। তারা নির্যাতিত। তাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে। মিয়ানমার সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত সরকারের তরফ থেকে আবাসন, অন্ন বস্ত্র, চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। তাদের সঙ্গে মানবিক আচরণ অটুট থাকবে। রোহিঙ্গা সঙ্কট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। লাখ-লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছেন। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করতে তৎপর। এ বিষয়ে কোন প্ররোচনায় কান না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়ে সজাগ থাকার কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে রোহিঙ্গাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে খাবার ভাগাভাগি করে খাবে। আপনারা বাংলাদেশ সরকারের ওপর ভরসা রাখুন। আপনাদের নিজ দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে এদেশের সরকার। মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার কোন উস্কানিতে কান দেবে না। এই সমস্যার সমাধান কূটনৈতিক উপায়েই করবে বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রবিবার বেলা ১২টায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তমব্রু জিরো পয়েন্টে আশ্রিত রোহিঙ্গা বস্তির পরিদর্শন করেন। দুপুর ১টায় উখিয়ার কুতুপালং বস্তিতে বায়োম্যাট্রিক পদ্ধতিতে রোহিঙ্গা নিবন্ধন কার্যক্রম বুথ পরিদর্শন করেন।
×