ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

প্রকাশিত: ০৫:২৭, ১ অক্টোবর ২০১৭

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৩০ সেপ্টেম্বর ॥ রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ ও তাদের ফিরিয়ে নেয়ার দাবিতে শাহজাদপুরে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা চত্বরে মিয়ানমারের সরকারী বাহিনী কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মানবাধিকার কমিশন শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি প্রফেসর গোলাম সাকলাইন, সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদসহ মানবাধিকার কমিশনের সকল সদস্য ও সর্বস্তরের জনসাধারণ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান এবং দ্রুত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার আহবান জানান। তারা রোহিঙ্গাদেরর আশ্রয় প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন এবং আউং সান সুচির শান্তিতে নোবেল পুরস্কার বাতিলের দাবি জানান।
×