ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ির স্কুলগুলো শিক্ষক সঙ্কটসহ নানা সমস্যায় জর্জরিত

প্রকাশিত: ০৫:০৩, ১ অক্টোবর ২০১৭

খাগড়াছড়ির স্কুলগুলো শিক্ষক সঙ্কটসহ নানা সমস্যায় জর্জরিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ম শ্রেণী পর্যন্ত চালু সরকার ঘোষিত জাতীয় শিক্ষানীতি খাগড়াছড়িতে শুরুতেই নানা সঙ্কটে হাবুডুবু খাচ্ছে। এ নীতির ফলে দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে আশার আলো দেখা দিলেও মানসম্মত জুনিয়র শিক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি না থাকা, শিক্ষক, শ্রেণীকক্ষ ও আসবাসপত্র সঙ্কটসহ প্রত্যাশিত শিক্ষার পরিবেশ না থাকায় নানা ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। খাগড়াছড়ি জেলায় ৫শ’ ২৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরকারের ঘোষিত জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ২০১৩ সালে ৭টি এবং ২০১৫ সালে ৭টিসহ ১৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হয়। এর ফলে দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা অধিকার নিশ্চিত হলেও শুরুতেই নানা সঙ্কট দেখা দিয়েছে। খাগড়াছড়ি জেলার অধিকাংশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট দীর্ঘদিনের। সে সঙ্গে নতুন করে তিনটি শ্রেণী বৃদ্ধি পাওয়ায় বাড়তি ক্লাস নিতে গিয়ে হিমশিম খাচ্ছে শিক্ষকরা। তাছাড়া অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষকের পাশাপাশি শ্রেণীকক্ষ ও আসবাবপত্র সঙ্কট রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা জানান, বিদ্যালয়গুলোতে শিক্ষকদের নেই বিষয়ভিক্তিক প্রশিক্ষণ। আইসিটি বিষয়টি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক হলেও ৮ম শ্রেণী চালু হওয়া অধিকাংশ বিদ্যালয়ে ল্যাপটপসহ আইসিটি সরঞ্জাম নেই। তাছাড় ৯০ ভাগ বিদ্যালয়েই নেই বিদ্যুতের ব্যবস্থা। ফলে বিপাকে পড়ছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সিংক (প্রলয় জ্যোতি চাকমা, প্রধান শিক্ষক, লতিবান সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি) খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন জানান, শীঘ্রই এ সঙ্কট কেটে যাবে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে ও বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরকে জানানো হয়েছে ।
×