ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বকেয়া পরিশোধ দাবিতে শ্রীপুরে পোশাক শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১১, ১ অক্টোবর ২০১৭

বকেয়া পরিশোধ দাবিতে শ্রীপুরে পোশাক শ্রমিক বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে শনিবার এক পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। জানা গেছে, শ্রীপুরের মুলাইদ এলাকার ওয়েলটেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের পাওনা ঈদের আগের মাসের ১০ দিনের বকেয়া বেতন ও ওভার টাইমের ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনাদি গত ১৬ সেপ্টেম্বর পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। পরবর্তীতে শ্রমিক অসন্তোষের মুখে কর্তৃপক্ষ ২৩ সেপ্টেম্বর শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু এদিনও পরিশোধ করেনি। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শ্রমিকরা শনিবার কারখানায় এসে বেতন ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। বারবার আশ্বাস দিয়েও বেতন ভাতা পরিশোধ না করায় শ্রমিকরা একপর্যায়ে সকালে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় কারখানা কর্তৃপক্ষ পুলিশের মধ্যস্থতায় শ্রমিকদের বেতন ভাতাসহ পাওনাদি পরিশোধের আশ্বাস দিলে প্রায় আধাঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
×