ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৩:৪৫, ১ অক্টোবর ২০১৭

‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ও মেলার টুঙ্গিপাড়া শাখার যৌথ উদ্যোগে ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ও মেলার টুঙ্গিপাড়া শাখা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিশু কিশোর সমাবেশ, ‘সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা, জন্মদিন উপলক্ষে প্রকাশিত ‘শেখ হাসিনা স্মারক গ্রন্থ’ এর মোড়ক উন্মোচন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামী একুশ সালে মধ্যম আয়ের দেশ পেরিয়ে বাংলাদেশ ৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হবে সেদিন আর বেশি দূরে নয়। টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র আহমেদ হোসেন মির্জার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ড. ইনামুল হক, মেলার প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররফ হোসেন পাকবীর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকত উল্লাহ, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মিয়া মনসফ, টুঙ্গিপাড়া উপজেলার চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌর ভাইস চেয়ারম্যান বাবু, মেলার টুঙ্গিপাড়া শাখার সভাপতি ও আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফায়সাল মেহেদী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন মেলার কেন্দ্রীয় সভাপতিম-লীর সদস্য সুনীল কুমার মালো, স্বপন কুমার সাহা, সাইফুল ইসলাম, রহমত উল্লাহ সবুজ, ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস রায়, সাংগঠনিক সম্পাদক ফায়সাল আহমেদ, মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক আরিফুজ্জামান চয়ন। আলোচনা শেষে টুঙ্গিপাড়া শাখার শিল্পীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে জন্মদিনের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকালে কোরানখানি ও দুপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
×