ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাগুরায় নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ০৪:১০, ২৯ সেপ্টেম্বর ২০১৭

মাগুরায় নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা , মাগুরা , ২৮ সেপ্টেম্বর ॥ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার শ্রীকুণ্ঠি গ্রামে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুলু বেগম (৭০) নামে এক মহিলা মৃত্যুবরণ করেছে । সে উক্ত গ্রামের হামেদ মোল্লার স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার শ্রীকুণ্ঠি গ্রামে নিহত দুলু বেগম নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে ¯্রােতে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর করচাডাঙ্গা গ্রামের ঘাটে তার লাশ পাওয়া যায়। বাকৃবিতে দুই দোকান ভস্মীভূত বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুইটি দোকানে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জাব্বারের মোড়ের মার্কেটে ওই অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, গভীর রাতে তুর্য্য মেডিক্যাল কর্নার থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের লাইব্রেরি সোহেল এন্টারপ্রাইজে আগুন ছড়িয়ে পরে। আগুনে দুটি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ধসে পড়েছে শরীয়তপুর সদর হাসপাতালের ছাদের আস্তরণ নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৮ সেপ্টেম্বর ॥ ১০০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগের কয়েকটি স্থানে ছাদের আস্তরণ ধসে পড়েছে। বৃহস্পতিবার ভোরে ধস হওয়াতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এ ঘটনায় রোগী ও রোগীর আত্মীয়স্বজনসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, ১৯৮৮ সালে শরীয়তপুর সদর হাসপাতালের তিনতলা ভবনের প্রথমতলা নির্মিত হয়। ২০০৩ সালে দ্বিতীয় ও তৃতীয়তলার কাজ সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের জরুরী বিভাগ, অফিস রুম ও প্যাথলজি বিভাগের সামনের করিডরের ছাদের আস্তরণ ধসে পড়ে। হাসপাতালের চিকিৎসকদের কক্ষ, জরুরী বিভাগ, এক্স-রে বিভাগ এবং শিশুদের টিকাদান কক্ষসহ সব অফিসিয়াল কার্যক্রম নিচতলায় হওয়ায় এ ঘটনায় কর্মরত চিকিৎসক ও কর্মচারীরা আতঙ্কিত বোধ করছেন। প্রতিবাদ গত ২৭ সেপ্টেম্বর দৈনিক জনকণ্ঠে ‘ভোলায় ইন্স্যুরেন্স কোম্পানির প্রতারণা ॥ গ্রাহক বিপাকে’ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিবাদলিপিতে বলা হয় পলিসি নম্বর ব্যতীত দুই গ্রাহকের নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাই একই নামে একই এলাকায় বহু গ্রাহক থাকতে পারে। এতে তথ্য বিভ্রাটের সম্ভাবনা থাকে। বীমা গ্রাহক খায়রুল ইসলাম চৌধুরীর বীমা দাবি নিষ্পত্তি হয়েছে। যার চেক নং ৫০৭৬৯০৫ এবং তসলিমা নূপুর এখনও কাগজপত্র জমা দেননি।
×