ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ঘুষের মামলায় চার্জগঠন

প্রকাশিত: ০৮:২৬, ২৮ সেপ্টেম্বর ২০১৭

লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ঘুষের মামলায় চার্জগঠন

স্টাফ রিপোর্টার, না’গঞ্জ ॥ বন্দরে ‘কান ধরে উঠবস’ করানো সেই লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে এক শিক্ষিকার কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় চার্জ গঠন হয়েছে। বুধবার দুপুরে না’গঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে ঘুষ গ্রহণের মামলায় শ্যামল কান্তি অব্যাহতির আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পরে ঘুষ গ্রহণের মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন আদালত। এ মামলায় শ্যামল কান্তি ভক্ত স্থায়ী জামিনে রয়েছেন। বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেন, বুধবার শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। শ্যামল কান্তি ভক্তের আইনজীবী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা মামলাটি থেকে ভক্তকে অব্যাহতি দেয়ার আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা নামঞ্জুর করে চার্জ গঠনের নির্দেশ দেন। এ আদেশে আমরা ক্ষুব্ধ হয়েছি। আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। তিনি বলেন, আমরা সুবিচারের আশায় আছি। শ্যামল কান্তি ভক্ত একজন শিক্ষক, নিরপরাধ। পূর্ব পরিকল্পিতভাবে স্কুল থেকে তাড়ানোর জন্যই এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
×