ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুনর্অর্থায়ন তহবিলের মেয়াদ বাড়াল

প্রকাশিত: ০৫:১৩, ২৮ সেপ্টেম্বর ২০১৭

পুনর্অর্থায়ন তহবিলের মেয়াদ বাড়াল

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য গঠিত বাংলাদেশ ব্যাংকের পুনর্অর্থায়ন তহবিলের মেয়াদ বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কমানো হয়েছে সুদ হারও। মূলত বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার এ তহবিলের ঋণ বিতরণ সংক্রান্ত কমিটির এক বৈঠকের পরে বিএসইসির নির্বাহী পরিচালক ও এ কমিটির প্রধান সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সাইফুর রহমান বলেন, পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সরকারের পক্ষ থেকে যে তহবিল গঠন করা হয়েছে; তার মেয়াদ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তিনি জানান, চলতি বছরের ৩১ ডিসেম্বর এ তহবিলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সাইফুর রহমান জানান, এ তহবিলের ঋণে সুদ হার কমানোরও সিদ্ধান্ত হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার নর্দার্ন জুটের লেনদেন বন্ধ আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ন জুট এ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের লেনদেন রেকর্ড ডেটের কারণে আজ বৃহস্পতিবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এই কোম্পানি গত ২৬ সেপ্টেম্বর স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে। উল্লেখ্য, কোম্পানিটি আগামী ২ অক্টোবর থেকে আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×