ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর অবমাননা

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় ১০ শিক্ষকের জামিন

প্রকাশিত: ০৫:০৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় ১০ শিক্ষকের জামিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সৃজনশীল প্রশ্নপত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক ইউপি চেয়ারম্যানের সঙ্গে তুলনা করায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ১৩ শিক্ষকের মধ্যে ১০ শিক্ষক মঙ্গলবার জামিন পেয়েছেন। চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন চৌধুরী তাদের জামিন মঞ্জুর করেন। তবে তিন জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়। মামলার বিবরণে জানা যায়, গত বছর বাঁশখালি উপজেলায় মাধ্যমিক স্কুলের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে প্রস্তুত করা একটি প্রশ্নপত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করা হয় গ-ামারার ইউপি চেয়ারম্যান ও কয়লা বিদ্যুত বিরোধী আন্দোলনের নেতা লিয়াকত আলীকে। এ ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বাঁশখালি থানার এসআই মোঃ নুরুল আনোয়ার বাদী হয়ে গত ১৪ জুন একটি মামলা দায়ের করেন। এতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। এ মামলায় ১৩ শিক্ষক হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেন। মেয়াদ শেষ হওয়ার পর ২৩ আগস্ট তারা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সে আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। মঙ্গলবার তারা চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করলে আদালত ১০ জনের জামিন মঞ্জুর করে। যে তিন শিক্ষক জামিন পাননি তারা প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। তারা হলেন বাঁশখালি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুকূল বড়ুয়া, বাঁশখালি নাসেরা খাতুন আর কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিয়া। আর অভিযুক্ত যে শিক্ষকগণ জামিন লাভ করেছেন তারা হলেন- আবুল কালাম, বাদল চন্দ্র দাশ, মোঃ ইউসুফ, শ্যামল কান্তি দে, অজিত কারণ, এম ওয়াইজ উদ্দিন, মোহাম্মদ আলী, আমির হোসেন, বিজন ভট্টাচার্য এবং এএইচএম সৈয়দ হোসেন।
×