ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেয়া রূপরেখাতেই রোহিঙ্গা সঙ্কটের সমাধান মিলবে॥ চবি উপাচার্য

প্রকাশিত: ০৫:১০, ২৬ সেপ্টেম্বর ২০১৭

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেয়া রূপরেখাতেই রোহিঙ্গা সঙ্কটের সমাধান মিলবে॥ চবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রোহিঙ্গা সমস্যাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে এ দেশে উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত করাসহ জঙ্গী-সন্ত্রাস এবং কোনপ্রকার নেতিবাচক কর্মকান্ড বাঙালী সহ্য করবে না। এ সংকট নিরসনে জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৫ দফা সুপারিশ বিশ্বে প্রশংসিত হয়েছে। এ রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান আসবে। সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচীতে কথাগুলো বলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, রোহিঙ্গা সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে তাদের আশ্রয়সহ সকল প্রকার মানবিক সাহায্য প্রদান করার দৃঢ় অঙ্গীকার অব্যাহত রেখেছেন। জাতিসংঘের ৭২তম অধিবেশনের যে রূপরেখা দিয়েছেন তা বাস্তবায়নের মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা এবং উন্নয়নের রোল মডেল প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে এদেশের সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান। সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিহির কুমার রায়, সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ, আইন বিভাগের সভাপতি প্রফেসর এ বি এম
×