ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৪:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০১৭

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দিয়েছে আদালত। এছাড়া জরিমানা করা হয়েছে ২৫ হাজার টাকা। একই মামলায় অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে। সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের (২) বিচারক মনসুর আলম এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামির নাম রফিকুল ইসলাম। সে রাজশাহীর পুঠিয়া উপজেলার জমনি গ্রামের ওহির উদ্দিনের ছেলে। উল্লেখ্য, ২০০৭ সালের ১৬ মে সকাল ৭টার দিকে যৌতুকের দাবিতে গৃহবধূ রিনা খাতুনকে তার স্বামী রফিকুল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঝিনাইদহ নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, শহরে চাঞ্চল্যকর আবুল কাশেম ফজলুল হক ওরফে রিপন হত্যা মামলায় প্রধান আসামি মতিয়ার রহমানকে ফাঁসির আদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সোমবার সকালে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। জানা যায়, ২০১০ সালের ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে শহরের শেরেবাংলা সড়কের সাত ভাই কুদ্দুস মার্কেটের সামনে রিপনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। চাঁদপুরে যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর থেকে জানান, ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শাহাপুর গ্রামে স্ত্রী শেফালী রঞ্জন বানুকে (২০) হত্যার দায়ে স্বামী মোঃ বিল্লাল হোসেনকে (৩৭) যাবজ্জীবন কারাদ- এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সোমবার বিকেল সাড়ে ৩টায় জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন। বিল্লাল হোসেন শাহপুর গ্রামের মোঃ শাহজাহানের ছেলে এবং নিহত শেফালী একই গ্রামের মোঃ জয়নাল আবেদীনের কন্যা।
×