ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

প্রকাশিত: ০৬:১৫, ২৫ সেপ্টেম্বর ২০১৭

সুন্দরগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৪ সেপ্টেম্বর ॥ সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুরুতর আহত আয়নাল হকের (৩০) চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে আয়নাল হকের সঙ্গে স’মিলের কাঠ চেরাইয়ের খড়ি নিয়ে আপন ভাতিজা আল মামুনের বাগ্বিত-া হয়। এ নিয়ে তাদের মধ্যে একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় মামুনের লাঠির আঘাতে চাচা আয়নাল হক গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর শনিবার রাতে তার মৃত্যু হয়। নাটোরে ভাইয়ের হাতে ভাই নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, নলডাঙ্গায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে কামরুল সরকার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের করের গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামরুল সরকার একই এলাকার নসিম সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে নলডাঙ্গা উপজেলার কড়ই গ্রামের নসিম সরকারের ছেলে কামরুল সরকার ও তার চাচাত ভাই আনিস সরকারের ছেলে আজমল সরকারের মধ্যে বাগ্বিত-া শুরু হয়। এরই একপর্যায়ে আজমল দেশীয় ছুরি দিয়ে কামরুলের পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিহতের বড় ভাই রেজাউল করিম ও প্রতিবেশী আব্দুল মান্নান এগিয়ে এলে আজমল তাদের ওপরও ওই ছুরি নিয়ে আক্রমণ করে। পরে স্থানীয়রা এসে আহতাবস্থায় রেজাউল করিমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে বড়াইগ্রামে আনুমানিক ষাটোর্ধ বয়সের এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে বড়াইগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, ভোরে বড়াইগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। সাভারে আনসার সদস্য নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সিরাজুল ইসলাম (২৪) নামের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার গভীর রাতে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করে। রবিবার সকালে ঢামেক হাসপাতাল মর্গে তার মৃতদেহ প্রেরণ করা হয়। জানা গেছে, এদিন রাতে আনসার সদস্য সিরাজুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। রাত আনুমানিক ৩টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে রশি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রাজশাহীর পদ্মায়এক ব্যক্তি স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে গোদাগাড়ী পৌরসভার সারাংপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
×