ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাহি এ্যালুমিনিয়ামের আইপিও আবেদন শুরু

প্রকাশিত: ০৫:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০১৭

নাহি এ্যালুমিনিয়ামের আইপিও আবেদন শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ নির্ধারিত পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া নাহি এ্যালুমিনিয়াম লিমিটেডের আবেদন রবিবার থেকে শুরু হয়েছে। চলবে ৩ অক্টোবর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৮ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও’র অনুমোদন দেয়া হয়। কমিশন সূত্রে জানা গেছে, আইপিও’র মাধ্যমে নাহি এ্যালুমিনিয়াম লিমিটেড পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৩৩ পয়সা।
×