ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিরলেন ওয়াহাব ও ইয়াসির

প্রকাশিত: ০৬:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০১৭

ফিরলেন ওয়াহাব ও ইয়াসির

স্পোর্টস রিপোর্টার ॥ আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করেছে গ্রেট ইনজামাম উল হকের নেতৃত্বাধীন পাকিস্তান নির্বাচক প্যানেল। ফিরেছেন পেস বোলিং-অলরাউন্ডার ওয়াহাব রিয়াজ ও তারকা লেগস্পিনার ইয়াসির শাহ। বাদ পড়েছেন ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও মোহাম্মদ রিজওয়ান। সাদা পোশাকের দীর্ঘপরিসরে নতুন মুখ পেসার মীর হামজা, ব্যাটসম্যান হারিস সোহেল ও উসমান সালাহউদ্দীন। তুখোড় দুই উইলোবাজ মিসবাহ-উল হক ও ইউনুস খানের অবসরে পাকিস্তান ব্যাটিংয়ের টপ-অর্ডারে যে শূন্যতা তৈরি হয়েছে, এই দু-জনকে দিয়ে সেটি পূরণের চেষ্টা হতে পারে। ফিরেছেন অলরাউন্ডার বিলাল আসিফও। মিসবাহর বিদায়ে তিন ভার্সনে এখন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। বৃহস্পতিবার আবুধাবীতে শুরু দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৬ অক্টোবর থেকে দুবাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টÑ এটি হবে ডে নাটই, অর্থাৎ কৃত্রিম আলোয়, গোলাপী বলে। টেস্ট সিরিজ ছাড়াও দুই দল পাঁচটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলবে। এর মধ্যে শেষ ম্যাচটি নিরাপত্তার সবুজ সঙ্কেত প্রাপ্তির ভিত্তিতে লাহোরে আয়োজনের কথা রয়েছে। ৩১ বছর বয়সী এই অভিজ্ঞ স্পিনার ইয়াসির শাহ ২০১৪ সালে জাতীয় দলে ঢোকার পর থেকেই পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়ে আসছিলেন। ২৬ টেস্টে এ পর্যন্ত তার সংগ্রহে রয়েছে ১৪৯টি উইকেট। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টে ইয়াসিরের ২৪ উইকেটের ওপর ভর করেই পাকিস্তান সিরিজ নিশ্চিত করেছিল। কিন্তু গত কয়েক মাস যাবত অভিজ্ঞ এই স্পিনার ফিটনেস সমস্যায় ভুগছেন। ‘নিজের ধারাবাহিক পারফর্মেন্স দিয়েই ইয়াসির আমাদের মূল বোলারে পরিণত হয়েছিল। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে ফর্ম ধরে রাখার জন্য ফিটনেসটাও জরুরি।’ ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার মির হামজা। এছাড়া ব্যাটসম্যান হারিস সোহেল এবং অলরাউন্ডার বিলাল আসিফ স্কোয়াডে জায়গা পেয়েছেন। বাদ পড়েছেন ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও মোহাম্মদ রিজওয়ান। অন্যদিকে দলে ফিরেছেন পেসার ওয়াহাব রিয়াজ। পাকিস্তান দল থেকে অবসর নেয়া পরীক্ষিত দুই সৈনিক মিসবাহ-উল-হক ও ইউনুস খানের পরিবর্তে সোহেল ও উসমান সালাউদ্দিনকে দিয়ে পরীক্ষা চালাতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কুশীলবরা। তারা দুজনেই অভিষেকের অপেক্ষায় রয়েছেন। ২০১১ সালে পাকিস্তানের হয়ে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন সালাউদ্দিন। অন্যদিকে ২০১৩ সালের জুলাই থেকে ২২টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সোহেল। ওপেনার সামি আসলামকেও শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে ডাকা হয়েছে। পাকিস্তানের হয়ে সবশেষ ২০১৬ সালের ডিসেম্বরে টেস্ট খেলেছিলেন তিনি। পাকিস্তান টেস্ট দল ॥ সরফরাজ আহমেদ (অধিনায়ক), আজহার আলী, শান মাসুদ, সামি আসলাম, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, উসমান সালাহউদ্দীন, ইয়াসির শাহ, মোহাম্মদ আসগর, বিলাল আসিফ, মির হামজা, মোহাম্মদ আমির, হাসান আলী, মোহাম্মদ আব্বাস ও ওয়াহাব রিয়াজ।
×