ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেলসার অনন্য উদ্যোগ

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০১৭

টেলসার অনন্য উদ্যোগ

ইলেকট্রিক গাড়ির প্রস্তুতকারক কোম্পানি টেলসা হারিকেন ইরমার কারণে তার কিছু কিছু গাড়ির ব্যাপ্তি বা পাল্লা বাড়িয়ে দিয়েছিল। অন্য কথায় যেসব চালক ইরমার কারণে ফ্লোরিডা বা অন্য কোন বিপন্ন স্থান থেকে সরে যেতে চেয়েছিল তারা মাঝপথে গাড়ি থামিয়ে ব্যাটারি রিচার্জ করে নেয়ার আগে বাড়তি আরও ৪০ মাইল পথ যেতে পেরেছিল। টেলসার এই সিদ্ধান্তটা এর আগে জানিয়েছে ইলেকট্রেক। টেলসার এক মুখপাত্র সম্প্রতি সিএনএন মানির কাছে এমন পদক্ষেপের সত্যতা স্বীকার করেন। মুখপাত্র বলেন হারিকেন ইরমা সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটাতে পারে সেই দক্ষিণ- পূর্বাঞ্চলের কিছু কিছু গাড়ির ক্ষেত্রে টেলসা রিমোট পদ্ধতিতে একটি সফটওয়্যার আপগ্রেড করেছে। এর ফলে টেলসার কিছু কিছু ব্যাটারি আগে যে সময় অবধি চলতে পারত তার চেয়ে বেশি সময় ধরে চলতে পেরেছে। টেলসা এই গাড়িগুলো তৈরি করার সময় গাড়ির ব্যাটারির পাল্লা সীমিত রাখার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করেছিল, যাতে করে সেগুলো অপেক্ষাকৃত সস্তায় বিক্রি করা যায়। যে সব খদ্দের ব্যাটারির পূর্ণ ক্ষমতাকে কাজে লাগাতে চেয়েছিল তারা পরে আরও টাকা খরচ করে গাড়ির পাল্লা বাড়িয়ে নিতে পেরেছিল। টেলসা এখন জানিয়েছে যে হারিকেন ইরমার ছোবল থেকে রক্ষা পেতে বিপন্ন স্থান ত্যাগী এক ব্যক্তির কাছ থেকে অনুরোধ পাওয়ার পর তারা বিনামূল্যে গাড়ির পাল্লা সাময়িকভাবে বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। বিনামূল্যে আপগ্রেডের এই ব্যবস্থার মেয়াদ ছিল ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। টেলসা গাড়ির কিছু কিছু মালিক ঝড়ের কারণে অকুস্থল ত্যাগ করার সময় গ্যাসোলিন চালিত গাড়ির চালকদের তুলনায় বাড়তি সুবিধা অনুভব করে থাকবে। কারণ ফ্লোরিডাজুড়ে গ্যাসের ব্যাপক ঘাটতি ছিল এবং পাম্প স্টেশনগুলোতে বিশাল লাইন পড়ে গিয়েছিল, তবে সে ধরনের জ্বালানি চালিত গাড়িই ব্যবহার করা হোক না কেন যারা সড়ক পথে ফ্লোরিডা ত্যাগ করার চেষ্টা করেছিল তারা মাইলের পর মাইল ট্রাফিক জ্যামে পড়ে গিয়েছিল। শেষের কয়েক দিনে বেশ কয়েক লাখ লোক ফ্লোরিডা থেকে সরে পড়ার চেষ্টা করেছিল। যে সব এলাকা থেকে লোকজনের চলে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছিল সেগুলোর লোকসংখ্যা হবে প্রায় ৬৩ লাখ। ওটাই ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ইডাকিউরেশন। সূত্র ॥ সিএনএন টেক
×