ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এই সরকার বেশি উন্নয়ন করেছে ॥ এমিলি

প্রকাশিত: ০৪:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০১৭

এই সরকার বেশি উন্নয়ন করেছে ॥ এমিলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় সংসদের সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, অতীতের যে কোন সরকারের চেয়ে শেখ হাসিনার সরকার বেশি উন্নয়ন করেছে। শীঘ্রই প্রথম স্প্যান খুঁটির ওপরে উঠতে যাচ্ছে এবং চলতি মাসেই পদ্মা সেতু দৃশ্যমান হচ্ছে। দ্রুতই এগিয়ে চলছে সেতুর কাজ। এ সেতুর কাজ শেষ হলে দক্ষিণবঙ্গের সঙ্গে দেশের সরাসরি যোগাযোগ শুরু হবে। উন্নয়ন ঘটবে দেশের জিডিপি। মেট্রোরেলের কাজ চলছে। এটা শেষ হলে ঢাকাবাসীর আর যানজটের মধ্যে আটকা পড়ে থাকতে হবে না। শেখ হাসিনার সরকার জনগণের কষ্ট বুঝে। তাই যেখানেই সমস্যা হচ্ছে তা গুরুত্বের সঙ্গে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। দেশের উন্নয়নে নেয়া হচ্ছে নতুন নতুন প্রকল্প। অথচ একটি মহল বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করে চলেছে দেশের বিরুদ্ধে। তিনি শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা ধীপুর ইউনিয়নের রাউৎভোগ গ্রামে উঠান বৈঠকে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, রাজ্জাক বেপারি ও আশরাফ চঞ্চল প্রমুখ।
×